×

জাতীয়

কানাডায় বাংলাদেশিদের ডাটাবেস তৈরির কার্যক্রম শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২১, ০৩:৫৯ পিএম

কানাডায় বাংলাদেশিদের ডাটাবেস তৈরির কার্যক্রম শুরু

কানাডায় বাংলাদেশ দূতাবাস ভবন

কানাডায় বাংলাদেশি অভিবাসীদের ডাটাবেস তৈরির কার্যক্রম শুরু করেছে অটোয়ার বাংলাদেশ দূতাবাস। কানাডায় কত জন বাংলাদেশি-কানাডিয়ান আছে, তার কোনো সঠিক পরিসংখ্যান নেই। বৃহস্পতিবার থেকে এই নিবন্ধের ফর্ম দূতাবাসের ওয়েব সাইডে যুক্ত করা হয়েছে। গত ২৭ ডিসেম্বর ইত্তেফাকের সঙ্গে অটোয়ার বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার ড. খলিলুর রহমান এই বিষয়ে আলোচনা করেন। তার এক মাসের মধ্যে এই কাজ শুরু হলো।

খলিল বৃহস্পতিবার জানান, এই তালিকায় শুধু বাংলাদেশি-কানাডিয়ানই নয়; পর্যায়ক্রমে অন্যান্য ক্যাটাগরির অভিবাসীরাও যুক্ত হবেন। যেমন, কানাডায় অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থী।

কানাডায় বসবাসরত সমস্ত বাংলাদেশি প্রবাসীদের ডাটাবেসটি করতে পারলে গবেষণা থেকে শুরু করে নানাভাবে উপকার পাওয়া যাবে। জানা যাবে, কোন পেশার কতজন বাংলাদেশি রয়েছেন। তাদের জ্ঞান, দক্ষতা এবং সফলতার উপর ভিত্তি করে মাতৃভূমি বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় অবদান রাখতে অর্থবহ হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App