×

জাতীয়

করোনায় সাড়ে আট মাসে সর্বনিম্ন মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৪৭ পিএম

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ২৯ জানুয়ারিও সাতজন মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, যা ছিলো গত সাড়ে আট মাসের মধ্যে সর্বনিম্ন। এ নিয়ে মোট ৮ হাজার ১৮২ জনের মৃত্যু হলো করোনায়।

এছাড়া গত একদিনে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৩৫ জন। আর সুস্থ হয়েছেন ৫০৭ জন।

শুক্রবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশের ২০৬টি ল্যাবে ১৫ হাজার ৫৬৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্ত হন ৪৩৫ জন। এ পর্যন্ত ৩৭ লাখ ২৪ হাজার ৪৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে মোট শনাক্ত ৫ লাখ ৩৭ হাজার ৪৬৫ জন। গত একদিনে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২.৭৯ শতাংশ ও সুস্থতার হার ৮৯.৭৬ শতাংশ। তবে গত ২৯ জানুয়ারিতেও ৭ জন মৃত্যু বরণ করেছিলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App