×

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে টিকার মিশ্র ডোজের পরীক্ষা শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪৮ পিএম

করোনা প্রতিরোধে প্রথম ও দ্বিতীয় ডোজে আলাদা কোম্পানির টিকা ব্যবহারের কার্যকারিতা পরীক্ষা শুরু করেছে যুক্তরাজ্য। বর্তমানে চলা টিকা কর্মসূচিতে দুই ডোজেই একই টিকা ব্যবহার হচ্ছে। মিশ্র টিকা ব্যবহারে সুফল পাওয়া গেলে তা আরও বেশি সহজ লভ্য হয়ে উঠবে। এ ছাড়া একই টিকা নেওয়ার পরিবর্তে আলাদা টিকা নিলে আরও বেশি সুরক্ষা পাওয়ার সম্ভাবনা দেখছেন বিজ্ঞানীরা। খবর বিবিসি ও রয়টার্সের এ ক্ষেত্রে যুক্তরাজ্যের টিকাপ্রদান সংক্রান্ত যৌথ কমিটির পরামর্শ হলো যারা ফাইজার-বায়োএনটেক বা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নিয়েছেন তারা দ্বিতীয় ডোজেও একই কোম্পানির টিকা গ্রহণ করবেন। যদি কোনও কারণে আলাদা ডোজ ব্যবহার করতেই হয় তাহলে তা হতে হবে একই টিকা পাওয়া না গেলে কিংবা প্রথমে কোন ডোজ নিয়েছেন তা আর জানা সম্ভব না হলে। বর্তমানে এই পরামর্শ মেনেই টিকা কর্মসূচি চালিয়ে যাচ্ছে দেশটি। তবে এবারে মিশ্র ডোজ প্রয়োগ নিয়ে পরীক্ষা শুরু করেছে যুক্তরাজ্যের কর্তৃপক্ষ। যারা এই পরীক্ষায় অংশ নেবেন না তারা আগের মতোই একই কোম্পানির টিকা গ্রহণ করবেন। বিজ্ঞানীদের আশা, মিশ্র টিকার প্রয়োগের পরীক্ষায় ভালো ফল পাওয়া যাবে। তা বাস্তবে প্রমাণ হলে বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রায় চার হাজার নতুন ধরনের সঙ্গে লড়াই করা তুলনামূলকভাবে সহজ হবে। যুক্তরাজ্যের নতুন এই পরীক্ষায় ৫০ বছরের চেয়ে বেশি বয়সী প্রায় আটশ’ স্বেচ্ছাসেবক অংশ নেবেন। তাদের কেউ কেউ প্রথম ডোজে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণ করবেন আর ১২ সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় ডোজে ফাইজার-বায়োএনটেকের টিকা নেবেন। আর অন্যরা একই রকমভাবে উল্টো পদ্ধতি অনুসরণ করবেন। আর নিয়ন্ত্রকদের অনুমোদন পাওয়া গেলে অন্য টিকাও এই পরীক্ষায় যুক্ত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App