×

সারাদেশ

মেঘনায় ডুবে গেছে সরকারি চাল বোঝায় ট্রলার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৫০ পিএম

মেঘনায় ডুবে গেছে সরকারি চাল বোঝায় ট্রলার

ফাইল ছবি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে সরকারি চাল ও গ্যাস সিলিন্ডার নিয়ে একটি মালবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে ৯৪০ বস্তা চাল ও ৫০টি গ্যাস সিলিন্ডার ছিল।

বৃহস্পতিবার ( ৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার চানন্দী ইউনিয়নের ক্যারিংচর সংলগ্ন মেঘনা নদীর মোহনায় এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। হাতিয়ার নলচিরা নৌ-পুলিশ ফাঁডির এসআই আকরাম হোসেন চাল ও সিলিন্ডারসহ ট্রলার ডুবির ঘটনা নিশ্চিত করেছেন।

এসআই আকরাম হোসেন জানান, হাতিয়া উপজেলার চৌমুহনী খাদ্যগুদামে সরবরাহ করার জন্য চেয়ারম্যান ঘাট থেকে আল্লাহরদান নামীয় একটি ট্রলারে ৯৪০ বস্তায় প্রায় ১৫৯ টন চাল ও ৫০টি গ্যাস সিলিন্ডার বোঝায় করে নেয়ার সময় প্রচণ্ড ঢেউয়ের তোড়ে কেরিংচর সংলগ্ন মেঘনা নদীতে ট্রলারটি ডুবে যায়। এ সময় স্থানীয় জেলেরা ওই ট্রলারে থাকা কবির মাঝিসহ ৫ জনকে জীবিত উদ্ধার করে। ট্রলারে মাঝি মাল্লা ছাড়া কোন যাত্রী ছিল না।

হাতিয়া থানা ওসি আবুল খায়ের জানান, হাতিয়ার চৌমুহনী খাদ্যগুদামে সরবরাহ করার জন্য ঠিকাদার তাজু কমিশনার উক্ত চাউলগুলো ট্রলারে দিয়েছেন। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App