×

জাতীয়

দেশে বছরে ৩ লাখ ক্যান্সার রোগী বাড়ছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৫০ এএম

দেশে বছরে ৩ লাখ ক্যান্সার রোগী বাড়ছে

ক্যান্সার

বাংলাদেশে ক্যানসার রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। বর্তমানে দেশে ক্যানসার রোগীর সংখ্যা প্রায় ১২ লাখ। প্রতি বছর এ রোগে দেশে প্রায় ২ লাখ মানুষ মারা যাচ্ছে। আর বছরে নতুন করে আক্রান্ত হচ্ছে প্রায় ৩ লাখ। ‘ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার (আইএআরসি) ও বাংলাদেশ ক্যানসার সোসাইটি এ তথ্য জানিয়েছে। এ পরিস্থিতিতে আজ ৪ ফেব্রুয়ারি পালিত হবে বিশ্ব ক্যানসার দিবস-২০২১। এ বছর দিবসের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে-‘ক্যানসারের বিরুদ্ধে আমরা আছি, থাকব’। দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। গবেষকদের তথ্যমতে, এসব রোগীর মধ্যে ফুসফুস, মুখগহ্বর, রক্তনালি, জরায়ু ও স্তন ক্যানসারে আক্রান্তের সংখ্যাই বেশি। নারী রোগীদের মধ্যে শতকরা ৩০ ভাগ জরায়ু-মুখ ক্যানসারে আক্রান্ত। এর আগে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষ্যে বুধবার ইউনাইটেড হসপিটালের ক্যানসার যোদ্ধাদের নিয়ে পেশেন্ট ফোরাম আলোচনাসভার আয়োজন করে। ‘ক্যানসার স্ক্রিনিং ও সচেতনতা পরিবার থেকেই শুরু হোক’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করে। ‘আমি পারি ও আমি পারব’-এই অঙ্গীকার নিয়ে ক্যানসার রোগীরা একা নয়, এই প্রত্যয় ব্যক্ত করেন ইউনাইটেড হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ ফাইজুর রহমান। অনুষ্ঠানে ক্যানসার রোগী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ক্যানসার বিশেষজ্ঞ ডা. রশিদ উন নবী ও ডা. অসীম কুমার সেনগুপ্ত তাদের চিকিত্সক ও সহকর্মীদের নিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন। আরেও বক্তব্য রাখেন ইউনাইটেড হসপিটালের ডিরেক্টর, কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডা. শাগুফা আনোয়ার। বুধবার কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট ও সিরাক-বাংলাদেশ যৌথ আয়োজনে একটি আলোচনাসভার আয়োজন করে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে দেশের ক্যানসার নিয়ন্ত্রণের অবহেলিত ও অসম্পূর্ণ কাজগুলো গতি পাক’ শীর্ষক সভায় সভাপতিত্ব করেন সিরাক বাংলাদেশের প্রধান এস এম সৈকত। অনুষ্ঠানে ক্যানসার রোগতত্ত্ববিদ ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বক্তব্য রাখেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ক্যানসার নিয়ন্ত্রণের চারটি উপাদান হলো-প্রাথমিকে প্রতিরোধ করা, প্রাথমিক অবস্থায় নির্ণয় করা, নির্ণয় ও চিকিত্সা দেওয়া এবং প্রশমন সেবা বা পেলিয়েটিভ কেয়ার। বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। সকাল ১১টায় দিবসের উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। বিকাল ৩টায় অনলাইন জুমে ‘স্বাধীনতার ৫০ বছরে ক্যানসার নিয়ন্ত্রণে: রোটারি ইন্টারন্যাশনালের ভূমিকা’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App