×

জাতীয়

গবেষকদের প্রণোদনা সবাই ভোগ করতে চান: প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪৮ পিএম

গবেষকদের প্রণোদনা সবাই ভোগ করতে চান: প্রধানমন্ত্রী

ভার্চুয়ালি বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষি গবেষণাকে এগিয়ে নিতে এই খাতে গবেষকদের জন্য আমরা বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা করতে চাই। কিন্তু গবেষকদের জন্য যখন কোনো প্রণোদনার ব্যবস্থা করতে চাই, তখন দেখি সেখানে কর্মরত সবাই সমান সুযোগ চান। অফিসের পিয়ন থেকে শুরু করে সবাই তা ভোগ করতে চান। এটাই হলো আমাদের দেশের একটি সমস্যা। এভাবে তো চলবে না। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) কৃষি গবেষণা কাউন্সিলের তৈরি ‘১০০ কৃষি প্রযুক্তি এটলাস’ এর প্রকাশনা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল বক্তবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সরকারি গবেষকদের একটা নির্দিষ্ট বয়সসীমা থাকে। কিন্তু গবেষণা করতে অনেক সময়ের প্রয়োজন হয়। এজন্য আমরা চেষ্টা করেছি কীভাবে তাদের গবেষণা অব্যাহত রাখা যায়। এজন্য আমরা প্রণোদনার ব্যবস্থা করতে চেয়েছি। বিষয়টি নিয়ে আমি বহুবার আলোচনা করেছি। অনেকের কাছেই সমাধান চেয়েছি। কিন্তু কেউ সমাধান দিতে পারেনি। আমরা যখন গবেষকদের জন্য প্রণোদনার ব্যবস্থা করলাম, তখন দেখলাম এর সুযোগ নিতে চায় সবাই। অফিসের পিয়নসহ সবাই তখন সুবিধা নিতে চায়। এটাই আমাদের দেশের সমস্যা। এভাবে তো চলবে না। প্রণোদনার সুবিধা শুধই গবেষকরাই পাবে। প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৮ সালে অনেক বন্যা হয়েছিল। তখন জাতিসংঘসহ আন্তর্জাতিক মিডিয়াগুলো বলেছিল না খেয়ে দুই কোটি মানুষ মারা যাবে। কিন্তু আমরা না খেয়ে একটি মানুষকেও মারা যেতে দিইনি। আমরা কৃষিকে উন্নয়নের লক্ষ্যে অনেক উদ্যোগ নিয়েছি। সারের দাম কমিয়েছি। সরকার কৃষিকে গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, করোনাভাইরাস যাতে আমাদের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেতে না পারে এজন্য আমরা প্রণোদনা ঘোষণা করেছি। বিশেষ করে কৃষিকে আমরা গুরুত্ব দিচ্ছি। করোনার কারণে যখন কৃষকরা ধান কাটতে পারছিল না, তখন আমরা ছাত্রলীগকে নির্দেশ দিলাম কৃষকের ধান কেটে দিতে। ছাত্রলীগ, আওয়ামী লীগ তখন কৃষকদের ধান কেটে দিল। একটা ধানও আমরা নষ্ট হতে দিইনি বলে দাবি করেন প্রধানমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App