×

সাময়িকী

ওই দূরে নদী বয়ে যায় একখান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫৬ পিএম

ওই নদীতে জল নেই, কিনার নেই, শুধু তোলপাড় আছে। ভীষণ তোলপাড়। আমিতো জল ছাড়া নদী চাইনি তবুও কেন নদী এসে ভিড়ে- জীবনের জমিতে! জলছাড়া নদীর ঢেউয়ে জর্জরিত, ব্যথিত, ক্ষত-বিক্ষত। কেউ কী আছো নদীর বদলে জল দেবে? জল পেলে অশ্রু ধুয়ে পবিত্র হবো, জর্জরিত ও ব্যথাহীন হবো। জলের ধারায় যন্ত্রণা ও কষ্টদের ভাসিয়ে দেবো- দুঃখ, জলে গুলিয়ে দেবো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App