×

বিনোদন

‘এই ছেলেটা আনপ্রেডিক্টেবল’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২১, ০৪:১০ পিএম

‘এই ছেলেটা আনপ্রেডিক্টেবল’

নোবেল ও আসিফ

‘এই ছেলেটা আনপ্রেডিক্টেবল’

নোবেল ও আসিফ

জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান সারেগামাপা খ্যাত বাংলাদেশি মইনুল আহসান নোবেলকে নিয়ে বিতর্কের শেষ নেই। বিতর্ক ছড়িয়েছে সীমান্ত পারি দিয়ে ভারতেও। যেসব বিতর্কের জন্ম দিয়েছেন তিনি নিজেই। এবার নোবেলকে সম্পদ বলে মন্তব্য করলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর।

নোবেলকে নিয়ে আসিফ বলেন, 'নোবেলের কণ্ঠ আমাদের সম্পদ।' সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, 'এই ছেলেটা আনপ্রেডিক্টেবল। ও কখন কি করে বসে জানি না। ভাল গার্ডিয়ানশিপ হয়তো এখন পেয়েছে। সাউন্ডটেক নোবেলের গান প্রডিউস করছে, আমি খুশী। নোবেলের নাট আর বল্টু’র সমন্বয়টা আদৌ হবে কিনা জানিনা। এখন এই মুহূর্তে তাকে বাধ্য হয়েই ভালোবাসি, কারণ ছেলেটা কণ্ঠ ছেড়ে গায়।'

আসিফ বলেন 'নোবেলের কণ্ঠে নিজের পুরনো দম খুঁজি। ওর তেজস্বী কণ্ঠ শুনতে ভাল লাগে। যা গায় দম নিয়ে গায়। মেশিন মুশিনের কাহিনী নাই। দোয়া করি নোবেল যেন অনেক বাংলা মৌলিক গান গাওয়ার সুযোগ পায়।'

রিস্ক জেনেও তার তেজস্বী গায়কীল জন্য নোবেলের পক্ষ নিচ্ছি মন্তব্য করে আসিফ বলেন, নোবেলের কণ্ঠ আমাদের সম্পদ। এইবার ঠাণ্ঠা মাথায় চলবে, এই কথা দিয়েছে আমায়। আমরা কিছু বেয়ারা দোয়া করি তোমার জন্য নোবেল, শুধু গান গেয়ে যাও। ভলোবাসা অবিরাম...'

গত বছরের মাঝামাঝি বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পীদের 'হেয়' করে মন্তব্য করেছিলেন নোবেল। পরে এ নিয়ে বিভিন্নজনের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। র‍্যাবও তাঁকে ডেকে নেয়। যেখানে তিনি বলেন, নিজের আসন্ন গান 'তামাশা'র প্রচারে এমনটা করেছেন। সে যাত্রায় ক্ষমা চেয়ে র‍্যাবের কাছে লিখিত দিয়ে আসেন তিনি।

নোবেলকে নিয়ে তুমুল বিতর্ক চলার মুহূর্তেই তাকে নিয়ে কাজ শুরু করে দেশের শীর্ষ সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক। চুক্তি হয় বেশ কিছু গানের। তার গানগুলো সময়ের বেশকিছু জনপ্রিয় গায়ক গাইবেন বলে জানিয়েছে তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App