×

সারাদেশ

মিয়ানমারে জরুরি অবস্থার মধ্যেও টেকনাফে এসেছে আচার ও শুটকি   

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২১, ০৯:১০ পিএম

মিয়ানমারে জরুরি অবস্থার মধ্যেও টেকনাফে এসেছে আচার ও শুটকি   

ফাইল ছবি

মিয়ানমার থেকে টেকনাফ স্থল বন্দরে শুটকি মাছ ও আচার নিয়ে দুটি  ট্রলার ভিড়েছে। বুধবার ( ৩ ফেব্রুয়ারি) দুপুরে পণ্য নিয়ে সীমান্ত বাণিজ্যের আওতায় পণ্য নিয়ে ট্রলার দুটি আসে বলে নিশ্চিত করেছেন টেকনাফ ইউনাইটেড ল্যান্ডপোর্ট লিমিটেডের ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন চৌধুরী। জানা যায়, বুধবার দুপুরে প্রায় দেড়শো টন পণ্য নিয়ে দুটি ট্রলার ভিড়েছে টেকনাফ স্থল বন্দরে। যার মধ্যে আচার ও শুটকি মাছ রয়েছে। গত ১ ফেব্রুয়ারি ভোরে সেনাবাহিনী মিয়ানমারের ষ্টেট কাউন্সিলর অং সান সু কিকেসহ বেশ কজনকে আটক করেন। এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করে মিয়ানমার। ওই দিন থেকে দুদিন  আর কোন পণ্য মিয়ানমার থেকে টেকনাফ বন্দরে আসেনি। তিন দিনের মাথার আবার পণ্য আমদানি শুরু হওয়ায় ব্যবসায়ীরা স্বস্তি প্রকাশ করেছে। টেকনাফ স্থল বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর বলেন, মিয়ানমারের পট পরিবর্তনের পর ব্যবসায়ীরা উদ্বেগের মধ্যে ছিল। দুদিন পর আবার পণ্য আমদানি শুরু হওয়ায় আশার সঞ্চার হয়েছে। টেকনাফ ইউনাইটেড ল্যান্ডপোর্ট লিমিটেডের ব্যবস্থাপক মো : জসিম উদ্দিন চৌধুরী বলেন, প্রায় দেড়শ মেট্রিক টন পণ্য নিয়ে দুটি ট্রলার ভিড়েছে টেকনাফ স্থ  বন্দরে। আশা করছি, সীমান্ত বাণিজ্য ফের ভালো অবস্থানে ফিরবে। এ বিষয়ে ব্যবসায়ীরাও বেশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App