×

সারাদেশ

জামাই এলেন শ্বশুরবাড়ি, সঙ্গে ২০ হাজার টাকার আইড় মাছ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫৯ পিএম

জামাই এলেন শ্বশুরবাড়ি, সঙ্গে ২০ হাজার টাকার আইড় মাছ
জামাই এলেন শ্বশুরবাড়ি, সঙ্গে ২০ হাজার টাকার আইড় মাছ
জামাই এলেন শ্বশুরবাড়ি, সঙ্গে ২০ হাজার টাকার আইড় মাছ
জামাই এলেন শ্বশুরবাড়ি, সঙ্গে ২০ হাজার টাকার আইড় মাছ
বগুড়ার গন্ডগ্রামের মাসুদ রানা। ‘বকচর মেলা’ উপলক্ষ্যে এসেছেন শ্বশুর বাড়ি। মেলায় এসে তিনি কিনেছেন ২০ হাজার টাকা মূল্যের আইড় মাছ। এভাবেই বকচর মেলা ঘিরে আশপাশের গ্রামগুলোতে আত্মীয়-স্বজনদের সমাগম ঘটে। বিশেষ করে জামাইরা মেলা উপলক্ষ্যে শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। এ মেলা থেকে শ্বশুর বাড়ির জন্য জামাইদের বড় আকারের মাছ বা প্রচুর মিষ্টি কেনার প্রচলন রয়েছে। আবার জামাইদের জন্য শ্বশুরগণ বড় মাছ ও প্রচুর পরিমাণ মিষ্টি কেনে। এজন্য মেলার দিনকে ‘জামাই মেলা’ হিসেবেও উল্লেখ করা হয়। মেলার পরের দিন সকাল বেলা শুধুমাত্র নারীদের জন্য উন্মুক্ত থাকে। যে কারণে মেলার দ্বিতীয় দিনকে ‘বউ মেলা’ হিসেবে অখ্যায়িত করা হয়। বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর গ্রামের কোদলাপাড়ায় বুধবার (৩ ফেব্রুয়ারি) শতবছরের ঐতিহ্যবাহী এ মেলা অনুষ্ঠিত হয়। এবারের মেলায় প্রায় অর্ধলাখ মানুষের সমাগম ছিলো। স্থানীয়রা জানান, হেউটনগর গ্রামে বাঙালি নদীর পূর্ব তীরে একশ বছর আগে থেকে একটি গ্রামীণ মেলা হয়ে আসছে। মেলার স্থানটিতে এক সময় জলাবদ্ধতা ছিলো। সেখানে ঝাঁকে ঝাঁকে বক মাছ শিকার করতো। সেকারণে স্থানটি বক চর হিসেবে পরিচিত। একারনে স্থানীয় লোকজন মেলাটিকে ‘বকচর মেলা’ হিসেবে নামকরণ করেছে। বর্তমানে ‘বকচর মেলা’ ধুনট উপজেলার ঐতিহাসিক ও সমৃদ্ধ একটি গ্রামীণ মেলা। বকচর মেলার মূল আকর্ষণ মাছ ও মিষ্টি। যার কারণে স্থানীয় লোকজন ‘মাছের মেলা’ বা ‘মাছ-মিষ্টির মেলা’ হিসেবেও এ মেলাকে অবিহিত করে। প্রতি বছর মাঘ মাসের তৃতীয় বুধবার এ মেলা বসে। ১ দিনের মেলা হলেও মেলার কার্যক্রম মুলত তিনদিন হয়ে থাকে। স্থানীয় লোকজনের কাছে মেলা উৎসব সৃষ্টি করে। এবারের মেলায় বাঘাইর, রুই, কাতল, চিতল, আইড়, ব্রিগেডসহ হরেক রকমের বড় বড় মাছ কেনাবেচা হয়েছে। তবে মেলায় আকর্ষণ সৃষ্টি করে ৩৪ কেজি ওজনের বাঘাইড় মাছ। মাছটির প্রতিকেজির মূল্য ছিলো ১হাজার ৩শত টাকা। অন্যদিকে মেলায় অন্তত ২০ রকমের মিষ্টি কেনাবেচা হয়েছে। এছাড়াও মেলায় ছিলো শিশুতোষ খেলনার দোকান, কসমেটিকস সামগ্রীর দোকান, নাগর দোলাসহ শিশুদের জন্য বিভিন্ন খেলার আয়োজন। পাশাপাশি প্রচুর পরিমানে মৌসুমী ফল, মশলা, গরু, খাসি ও মুরগীর গোশত বিক্রি হয়েছে। ধুনট বাজারের মাছ ব্যবসায়ি আনোয়ার হোসেন বলেন, প্রায় দুই যুগ যাবত এ মেলায় মাছ নিয়ে আসি। এবার ৩৪ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ এনেছি। প্রতি কেজি ১৩০০টাকা দরে মাছটির মূল্য চাওয়া হচ্ছে ৪৪হাজার ২০০শত টাকা। মেলায় আগত আশরাফুল আলম ভো‌রের কাগজকে বলেন, আমি পার্শ্ববর্তি গ্রামের বাসিন্দা। প্রতি শৈশব থেকেই  প্রতিবছর বাবার সঙ্গে মেলায় আসতাম। এখন নিজেই আসি। মেলায় ঘুরি। বিভিন্ন কিছু কেনাকাটা করি। হেউটনগর গ্রামের আব্দুল আলীম ভো‌রের কাগজ‌কে বলেন, বকচর মেলা শতবছরের একটি ঐতিহাসিক মেলা। প্রতিবছর নির্ধাতির দিনে এ মেলা অনুষ্ঠিত হয়। যার কারনে নির্ধারিত সময়ে মেলা ঘিরে কয়েক গ্রামের মানুষের মধ্যে উৎসবের দোলা লাগে। বাড়ি বাড়ি স্বজনদের ভিড় জমে। সবাই মেলায় আসেন, কেনাকাটা করেন। বগুড়ার গন্ডগ্রামের মাসুদ রানা ভো‌রের কাগজ‌কে বলেন, প্রতি বছর মেলা উপলক্ষ্যে শ্বশুর বাড়ি আসি। এলাকার রীতি অনুযায়ী মেলা থেকে শ্বশুর বাড়ির জন্য মাছ কিনে থাকি। এবার ২০হাজার টাকা মূল্যের আইড় মাছ কিনেছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App