×

জাতীয়

আবারও রোহিঙ্গারা এলে গ্রহণ করবে না বাংলাদেশ: মোমেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২১, ০৫:২৪ পিএম

আবারও রোহিঙ্গারা এলে গ্রহণ করবে না বাংলাদেশ: মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি।

মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে ওপার থেকে রোহিঙ্গারা বাংলাদেশে আসলেও বাংলাদেশ তাদের গ্রহণ করবে না। সেজন্য সীমান্তে কড়াকড়ি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। বুধবার (৩ ফেব্রুয়ারি) রোহিঙ্গা সংকট ও মিয়নমার পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তা পরিষদে ভেটো দেওয়ার পরও এখন রোহিঙ্গা সংকটে এখনও চীনের ওপর আস্থা রাখছে বাংলাদেশ। সাম্প্রতিক অভ্যুত্থানের ফলে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সাথে যোগাযোগ করা যাচ্ছে না। ফলে ঝুলে গেছে ৪ ফেব্রুয়ারি জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠকও। বিকল্প উপায় হিসেবে চীনের সাথে বাংলাদেশ যোগাযোগ অব্যাহত রেখেছে। আশা করা হচ্ছে মিয়ানমারের বন্ধু চীন একটি উপায় খুঁজে বের করবে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মিয়ানমারের নতুন সরকারকে বাংলাদেশ স্বাগত জানায়নি, তবে তাদের সাথে প্রত্যাবাসন নিয়ে কাজ করতে প্রস্তুত ঢাকা। একই সঙ্গে সূকির মুক্তি কিংবা মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশ কোনো প্রতিক্রিয়া জানাবে না বলেও জানান মন্ত্রী। এসময় আল জাজিরার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায় কিনা সরকার ভেবে দেখবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী মোমেন।        

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App