×

জাতীয়

প্রস্তাবিত ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়’ বিল সংসদে পাশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২১, ০২:৫২ পিএম

প্রস্তাবিত ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়’ বিল সংসদে পাশ

জাতীয় সংসদ / ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে খুলনায় একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আইনের খসড়ায় অনুমদোন দিয়েছে জাতীয় সংসদ। চিকিৎসা ক্ষেত্রে উচ্চ শিক্ষা গবেষণা ও সেবার মান এবং বিদ্যমান সুযোগ-সুবিধা সম্প্রসারণ ও উন্নয়নের লক্ষ্যে খুলনা বিভাগের খুলনা জেলায় ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়’ স্থাপনের লক্ষ্যে বিলটি পাস করেছে জাতীয় সংসদ। সোমবার (০১ ফেব্রুয়ারি) সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ সংসদের একাদশ অধিবেশনে বিলটি পাসের প্রস্তব উত্থাপন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। এর আগে গত ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় বিলটির খসড়া অনুমোদন দেওয়া হয়। খসড়া আইনে বিশ্ববিদ্যালয় স্থাপন, এখতিয়ার এবং ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে- পরিদর্শন ও আর্থিক বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ভূমিকা উল্লেখ রয়েছে। বিশ্ববিদ্যালয় উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক ও কর্মচারীদের নিয়োগ প্রক্রিয়া, ক্ষমতা ও দায়িত্ব বর্ণনাও করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট, অ্যাকাডেমিক কাউন্সিল, অনুষদ, বিভাগ, প্রয়োজনীয় কমিটি ও শৃঙ্খলা বোর্ড গঠন এবং এদের ক্ষমতা ও দায়িত্ব বর্ণনা করা হয়েছে খসড়া আইনে। রাষ্ট্রপতি থাকবেন এর চ্যান্সেলর। সমাবর্তন বা অন্য কোনো অনুষ্ঠান যেখানে রাষ্ট্রপতি থাকার কথা সেখানে যদি তিনি থাকতে না পারেন তবে তিনি যাকে নির্বাচন করে দেবেন তিনি সেখানে চিফ হিসেবে থাকবেন। বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে- বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে উচ্চ শিক্ষা গবেষণা ও সেবার মান এবং বিদ্যমান সুযোগ-সুবিধা সম্প্রসারণ ও উন্নয়নের লক্ষ্যে খুলনা বিভাগের খুলনা জেলায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনে প্রধানমন্ত্রীর সম্মতি জ্ঞাপন করেছেন। দেশে চিকিৎসা শাস্ত্রের মানোন্নয়নে উচ্চ শিক্ষা, গবেষণা আধুনিক জ্ঞান চর্চার ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে সময়ের প্রয়োজনে খুলনা বিভাগে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা স্থাপন করা অতীব প্রয়োজনীয় ও যুক্তিযুক্ত। বিলের উদ্দেশ্যে সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করবেন। সেই পরিকল্পনা অনুযায়ী খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল আনা হয়েছে। ইতোমধ্যে চারটি মেডিকেল বিশ্ববিদ্যায় স্থাপন করা হয়েছে। বিলটি পাসের আগে জনমত যাচাই-বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব এবং সংশোধনী প্রস্তাবের ওপর বিরোধী দলীয় সংসদ সদস্যের মধ্যে আলোচনা করেন জাতীয় পার্টির ফখরুল ইমাম, পীর ফজলুর রহমান, শামীম হায়দার পাটোয়ারি, রওশন আরা মান্নান, বিএনপির হারুনুর রশীদ, রুমিন ফারহানা, গণফোরামের মোকাব্বির খান ও স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বাবলু। পরে কেয়কটি সংশোধনী গ্রহণপূর্বক বিলটি স্থিরিকৃত আকারে সংসদে কণ্ঠভোটে দেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পরে তা পাস হয়। এরমধ্য দিয়ে খুলনায় শেখ হাসিনার নামে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের আইনে বৈধতা পেল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App