×

জাতীয়

অতিরিক্ত মদ্যপানে ইউল্যাব ছাত্রীর বন্ধুরও মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩০ এএম

অতিরিক্ত মদ্যপানে ইউল্যাব ছাত্রীর বন্ধুরও মৃত্যু
বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মারা যাওয়া ছাত্রীর এক বন্ধুও মারা গেছেন। তার নাম আরাফাত। ইউল্যাবের ওই ছাত্রীর মৃত্যুর পর ধর্ষণের অভিযোগে যে মামলা হয়েছিল তাতে ৩ নাম্বার আসামি তিনি। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে , অতিরিক্ত মদ্যপান বা তার বিষক্রিয়ায় এমনটি হয়ে থাকতে পারে। এ ঘটনায় আরেক যুবককে খুঁজছে পুলিশ। তার নাম-পরিচয় এখনও জানতে পারেনি তারা। ইউল্যাবের ওই ছাত্রীর মৃত্যুর ঘটনা মামালায় ১ নং আসামি মূর্তুজা রায়হান চৌধুরী (২১), ২ নম্বর আসামি নুহাত আলম চৌধুরীর (২১), ৩ নং আসামি আরাফাত ও ৪ নং আসামি নেহা (২৫)। এদের মধ্যে মর্তুজা ও নুহাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিসি হারুন বলেন, আমরা শুনেছি নেহার বন্ধু বিমানবন্দর থেকে মদ এনে উত্তরার ব্যাম্বুসুট রেস্টুরেন্টে খেয়েছে। আমরা সেই ছেলের নাম-পরিচয় এখনও পাইনি। তাকে খোঁজা হচ্ছে। সেই মদ্যপানের কারণেই কিছু হয়েছে কি-না বা মদে বিষক্রিয়া হয়েছে কি-না তা আমরা তদন্ত করছি। এছাড়াও উত্তরার যে রেস্টুরেন্ট থেকে এই মদ্যপান করা হয়েছিল, তাদের লাইসেন্স আছে কি-না তা তদন্ত করা হচ্ছে। ইউল্যাবের ছাত্রীর মৃত্যুর বিষয়ে তিনি বলেন, ওই তরুণীর ভিসেরা নমুনা সংগ্রহ করা হয়েছে, পাশাপাশি গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই দুই মিলে তদন্তে প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে, অতিরিক্ত মদ্যপান, মদে বিষক্রিয়া অথবা বেশি মদ পান করিয়ে ধর্ষণের ঘটনাও ঘটতে পারে। ডিসি বলেন, এ ঘটনায় আরাফাত নামের অন্যতম আসামি একটি হাসপাতালে মারা গেছেন। এছাড়াও নেহা নামের আরেক বান্ধবী অসুস্থ হয়েছিলেন। চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরেছেন। ইউল্যাবের ওই ছাত্রীর মৃত্যুর ঘটনাটি জানা যায় গতকাল রবিবার রাতে; যদিও তিনি মারা যান ওইদিনই সকালে। রাতেই এই ঘটনায় একটি মামলা দায়ের হয় মোহাম্মদপুর থানায়। সেখানে ওই তরুণীকে মদ্যপান করিয়ে ধর্ষণ ও হত্যার কথা বলা হয়েছে। এতে সহযোগী হিসেবে ৪ জনের কথা বলা হয়। ৫ আসামির মধ্যে ওই তরুণীর বন্ধু মর্তুজা রায়হান চৌধুরীকে ধর্ষণকারী হিসেবে উল্লেখ করা হয়। আরেকজনের নাম জানা যায়নি। মামলায় অজ্ঞাত হিসেবে তাকে উল্লেখ করা হয়েছে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App