×

মুক্তচিন্তা

সভ্যতা বিবর্তনের ধারায় ভার্চুয়াল সংস্কৃতির পথপরিক্রমা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২১, ১০:০১ পিএম

রবীন্দ্রনাথ তার আশিতম জন্মদিনের প্রাক্কালে (১৩৪৮-এর পহেলা বৈশাখে) ‘সভ্যতার সংকট’ শীর্ষক বক্তৃতায় যখন ভারতবর্ষে ব্রিটিশ শাসনের সুবিধা-অসুবিধার জাবেদা বইয়ে চোখ রাখছিলেন তখন তার গলায় হতাশা ও ক্ষোভের সুরই শোনা গিয়েছিল। ঠাকুরবাড়ির বড় কর্তারা ভেবেছিলেন সাতসাগর তেরো নদীর পাড় থেকে ভেসে আসা সভ্যতা ও সংস্কৃতির সুরের মাধুর্যে ভারতবর্ষের জ্ঞান-বিজ্ঞান চর্চায় অভূতপূর্ব পরিবর্তন আসবে, কিন্তু রবীন্দ্রনাথের উপলব্ধিতে ধরা খেল ‘জীবনের প্রথম আরম্ভে সমস্ত মন থেকে বিশ্বাস করেছিলুম যুরোপের অন্তরের সম্পদ এই সভ্যতার দানকে। আর আজ আমার বিদায়ের দিনে সে বিশ্বাস একেবারে দেউলিয়া হয়ে গেল।’... ‘এই দুর্গতির রূপ যে প্রত্যহই ক্রমে উৎকট হয়ে উঠেছে, সে যদি ভারত শাসনযন্ত্রের ঊর্ধ্বস্তরে কোনো এক গোপন কেন্দ্রের প্রশ্রয়ের দ্বারা পোষিত না হতো তাহলে কখনোই ভারত-ইতিহাসের এত বড়ো অপমানকর অসভ্য পরিণাম ঘটতে পারত না।’... ‘এই বিদেশির সভ্যতা, যদি একে সভ্যতা বলো, আমাদের কী অপহরণ করেছে তা জানি; সে তার পরিবর্তে দণ্ড হাতে স্থাপন করেছে যাকে নাম দিয়েছে ল এন্ড ওর্ডার, বিধি এবং ব্যবস্থা, যা সম্পূর্ণ বাইরের জিনিস, যা দারোয়ারি মাত্র। পাশ্চাত্য জাতির সভ্যতা-অভিমানের প্রতি শ্রদ্ধা রাখা অসাধ্য হয়েছে। সে তার শক্তিরূপ আমাদের দেখিয়েছে, মুক্তিরূপ দেখাতে পারেনি। মানুষে মানুষে যে সম্বন্ধ সবচেয়ে মূল্যবান এবং যাকে যথার্থ সভ্যতা বলা যেতে পারে তার কৃপণতা এই ভারতীয়দের উন্নতির পথ সম্পূর্ণ অবরুদ্ধ করে দিয়েছে।’ আশি বছর আগে রবীন্দ্রনাথ সমকালীন সভ্যতার যে সংকট শনাক্ত করতে পেরেছিলেন আজ এই ইথর ইলেকট্রনিক-সংস্কৃতি-সভ্যতার পাদপীঠে করোনায় সম্মোহিত পরিবেশেও দেখি একই পরিস্থিতি- ‘এই মানবপীড়নের মহামারি পাশ্চাত্য সভ্যতার মজ্জার ভিতর থেকে জাগ্রত হয়ে উঠে আজ মানবাত্মার অপমানে দিগন্ত থেকে দিগন্ত পর্যন্ত বাতাস কলুষিত করে দিয়েছে।’ করোনার নিজের নামসহ বৈশি্বক প্রেক্ষাপটে অনেক স্বনামধন্য শব্দ খতিয়ান পর্চায় যেভাবে তাদের পরিচয় ছিল তা কেমন যেন ভিন্নরূপে প্রকাশ পাচ্ছে। ভাইরাসকে ব্যাকটেরিয়ার সঙ্গে পেঁচানো হচ্ছে। ভাইরাস সম্পর্কিত বিষয় প্রকাশই ‘ভাইরাল’ হওয়ার কথা থাকলেও আজকাল সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু ছড়ানো বা রটানো ‘ভাইরাল’ হয়ে যাচ্ছে, অনলাইনে সভা, সমিতি, সেমিনার করাকে ‘ভার্চুয়াল’ এবং ওয়েবে সেমিনারকে কাটছাঁট করে ‘ওয়েবিনার’ বলার চল চালু হয়েছে। মেনু বলতে সবাই এখনো খাবার-দাবার মনে করলেও এখন সেটাকে সফটওয়্যার হার্ডওয়্যারের ব্যঞ্জন ভাবা হচ্ছে। যে কোনো শব্দের আঞ্চলিক মর্মার্থ বৈশি্বক পরিসরে গিয়ে জাতকুল-মান খোয়াতে বসছে। বিশ্বব্যাপী মশহুর বলে খ্যাত অক্সফোর্ড অভিধানে ‘ভার্চুয়াল’ শব্দের মর্মার্থ ‘সশরীরে উপস্থিত না থেকেও দূরাভাষে দূর থেকে দর্শন দিয়ে (দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো হলেও চলত) কোনো কিছুতে অংশ নেয়া’ এমনই আছে যদিও ‘গুণবাচক’, ‘মর্যাদা’ ও ‘মহত্তে¡র’ প্রকাশক ‘ভার্চু’ ধাতুমূল থেকে এটির উৎপত্তি। করোনা আসার আগে এ ধরনের দূরাভাষ দূরালাপ দূরদর্শন কমবেশি চলতে শুরু হয়েছিল। কিন্তু করোনাকালে অনলাইনে ভার্চুয়াল আলাপ-আলাপন দূর থেকে দেখা-সাক্ষাৎ এখন যেন মৌরসি পাট্টায় পরিণত হয়েছে। ভার্চুয়াল মিটিং-সিটিংকে (ইটিং বাদে) এখন বেশ সহজসাধ্য উপায় উপলক্ষ ভাবা হচ্ছে। সভা আয়োজনে যোগদানে সমাপনে ঝামেলা ঝক্কি কমে যাচ্ছে, সময় বেঁচে যাচ্ছে, নাশতা খরচ, মধ্যাহ্ন কিংবা নৈশভোজের বিপুল ব্যয় সাশ্রয় হচ্ছে। সামাজিক মেলামেশা, খোশগল্প, রাজা-উজির মারার স্বভাবগুলো সামনাসামনি হওয়ার অভাবে অবর্তমানে মাঠে মারা যাচ্ছে। সামাজিক দূরত্ব সৃষ্টির এমন মহৎ উপায় করোনার বদৌলতেই। তবে এর দোষ-গুণ খোঁজার আনজাম আয়োজন ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে। করোনা-উত্তর পরিবেশে নতুন অর্থনৈতিক কাঠামোতে নতুন নতুন আকাক্সক্ষা ও অভাবের জীবনে অধিকাংশ মানুষ হয়ে উঠতে পারে এমন নুড়িপাথর, যার কাছে শ্যাওলা ও শেকড়ের গন্ধময় হারানো জীবনটি বর্জ্য বৈ কিছুই নয়। লোভ ও ভোগের আবর্তে মানুষ যদি হারিয়ে ফেলে তার অনুসন্ধানের স্পৃহা, নিজের অজান্তে সে হয়ে উঠতে পারে ক্ষমতাবানদের ক্রীড়নক এবং ভোগবাদী সমাজের পণ্য। করোনকালে যেসব মানুষ ইতিবাচক চিন্তা ও বিশ্বাসের মাঝে মুক্তি খুঁজেছিল, তাদের কেউ কেউ যেন বিকৃত ও অসুস্থ চিন্তায় মগ্ন হয়ে পড়ে। সর্বোপরি প্রাধান্য না পায় যেন স্বার্থচিন্তা ও ভোগবাদ। এখন যেমন করোনার চেয়ে করোনার টিকা নিয়ে আলোচনা চাউর হচ্ছে চারদিকে। টিকা আবিষ্কারকরা গত অক্টোবরের নোবেল পুরস্কারের মেলা ধরতে পারেননি। এখন ঘরে ঘরে টিকা তৈরির আনজাম চলছে। কাদের দেয়া হবে সেই টিকা, কারা পাবে কি পাবে না এই তালিকা তৈরির রাজনীতি শুরু হয়েছে। কিছুদিনের মধ্যে মনে হচ্ছে টিকার পেছনে মানুষ নয়, টিকাই ছুটবে মানুষের পিছে। কেননা টিকার মেধাস্বত্ব কেনা থেকে শুরু করে এর বাজারজাতকরণের পেছনে অঢেল অর্থ বিনিয়োগ করে ফেলেছে অনেক দেশ, কোম্পানি ও প্রতিষ্ঠান। মানব সভ্যতায় জীবিকার চেয়ে জীবন বাঁচানোর নামে নতুন নতুন প্রয়াস প্রচেষ্টা শুরু হচ্ছে, হবে। করোনার কারণে এই পরিবর্তিত চিন্তা ও দর্শনের আবর্তে, সংক্রমণ ও মৃত্যুর নানা আঘাতের আবর্তে প্রত্যেক মানুষ নতুন করে খুঁজে নিতে চেষ্টা করে আপন সত্তা ও অনুভবের ভূমিকে। নতুন করে সে নির্মাণ করে আত্মপরিচয়। যে মূল্যবোধের কারণে জননী জন্মভ‚মির প্রতি দায়িত্ব পালনে সন্তান, পিতার প্রতি পুত্রের, গ্রামীণ নারীটি বা মধ্যবিত্ত পরিবারের মেয়েটি নিটোল, নিস্তরঙ্গ পবিত্র জীবনে অভ্যস্ত ছিল সে-ই হয়ে ওঠে বেপরোয়া ও সাহসী। অতি দ্রুত ধাবমান সামাজিক যোগাযোগ মাধ্যম যদি ন্যায়নীতি বোধকে, ন্যায়নীতি নির্ভরতার উপায় উপলক্ষকে গ্রাস করতে উদ্ধত হয় তাহলে সভ্যতার সংকট বাড়বে বৈ কমবে না। ভার্চুয়াল সংস্কৃতি বড্ড দ্রুত এর বুদ্ধিবৃত্তিক ধীমান গতিকে বিপথগামী করছে। অনলাইন ব্যবসা লেনদেন প্রথম প্রথম চটক ও চমৎকারিত্বের সৃষ্টি করছে বটে, কিন্তু প্রতারণার ফাঁকফোকর দিয়ে একদিন এর ইতিবাচকতাকে নেতিবাচক করে না তোলে সে জন্য সময় থাকতে সাবধানতার প্রেসক্রিপশন প্রয়োজন। করোনা ভাইরাস যেমন মূল্যবান মানব জীবনযাপনকে বিশ্বব্যাপী মহাআতঙ্কগ্রস্ত করে তুলেছে, তেমনি ‘আই লাভ ইউ’, ‘মেলিসা’, ‘মাইডম’ ম্যালোয়ার ভাইরাসরা খোদ হার্ডডিস্ককে দাফন-কাফন ছাড়া কবরে পাঠাতে পারে। সুতরাং ডাটার নিরাপত্তা নিশ্চিতকরণ, ভেদবুদ্ধির বিগ্রহ এড়িয়ে ডাটার যথার্থ ও যথাযথ ব্যবহার বিষয়ে চ্যালেঞ্জ আসবেই, থাকবেই; তাই ডিজিটাল ওরফে অনলাইন ওরফে ভার্চুয়াল ওরফে ই-খাওয়াদাওয়া, ই-ঘোরাফেরা, ই-চিন্তাভাবনা, ই-স্বপ্ন সবই যেন যতদূর সম্ভব বাস্তবতার পাটাতনে, সাশ্রয়ী ও শ্রেয়বোধের বিবেচনার মধ্যে থাকে সেটি লক্ষ্য রাখতে হবে। ওষুধ সেবনবিধি ও পার্শ্ব প্রতিক্রিয়া সচেতন জ্ঞান না থাকলে, পথ্য অনুসরণে সতর্কতা না থাকলে শুধু চিকিৎসক ও চিকিৎসা ব্যবস্থার বাহাদুরিতে উপযুক্ত উপশম মিলবে না। হিতে বিপরীত হওয়ার আশঙ্কায় সচেতন হওয়ার প্রয়োজনীয়তার চেতনাকে জাগ্রত না রাখলে রবীন্দ্রনাথের মতো আশাহত হতে হবে, বাড়বে সামনে সভ্যতার সংকট। চতুর্থ শিল্প বিপ্লব আসার আগে করোনা মানুষের জীবনী শক্তি, তার সৃজনশীলতা, উদ্ভাবনী শক্তি হরণের ক্ষেত্র প্রস্তুতের দায়দায়িত্ব নিয়ে এসেছে কিনা, এ সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। দুই পরাশক্তির ঠাণ্ডা যুদ্ধের গরম কড়াইয়ে ঘি ঢালার উপকরণ যে করোনা, এখন তা আর বুঝতে কারো বাকি নেই। করোনার প্রভাবে প্রযুক্তির উদগ্র উন্নয়নের ইতি কিংবা নেতিবাচকতার দিকেও তাকানোর সময় ফুরিয়ে যাচ্ছে- অতি দ্রুত গ্রাস করছে মানবতার মূল্যবোধকে, ম্যান এন্ড মেশিনের শ্রেষ্ঠত্বের যে লড়াই সামনে শুরু হবে সেখানে সমাজ বিচ্ছিন্ন, পরিবারচ্যুত, ভাবলেশহীন আত্মকেন্দ্রিক মানুষ কীভাবে সে লড়াইয়ে টিকে থাকবে তার সংশয় জাগছেই। আধুনিক-বৈজ্ঞানিক প্রযুক্তির প্রসার মানুষের লোভকে লাগামহীন করে তুলেছে। মানুষের আত্মকেন্দ্রিকতা উৎসারিত লোভ ও আগ্রাসনই মানুষের মন্দ কাজের মূল। প্রকৃতি এবং মানুষের মধ্যে যেখানে পরস্পরের সহযোগিতা সহঅবস্থান করার কথা, সেই প্রকৃতিকে প্রতিপক্ষ বানাচ্ছে মানুষ। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পরিবর্তে প্রকৃতিকে ধ্বংসের উৎসবে মেতে উঠছে মানুষ। ক্ষমতা লাভের হাতিয়ার হিসেবে মানুষ বিজ্ঞানকে এমনভাবে ব্যবহার করছে যে, আজ তার নিজের ভবিষ্যৎ সম্পর্কে উৎকণ্ঠা প্রবল হচ্ছে। মারণাস্ত্র তৈরি করে তার বিক্রি বাড়ানোর জন্য মানুষই যুদ্ধ বাধাচ্ছে মানুষের বিরুদ্ধে। পারমাণবিক অস্ত্র সঞ্চয় করে নিজের অস্তিত্বের প্রতি হুমকি সৃষ্টি করে চলেছে। সবাইকে বুঝতে হবে করোনাকে আসতে হয়েছে যুগ যুগ ধরে মানবতার অবমাননা, বৈষম্য, লোভ, লালসা, মিথ্যাবাদিতা ও অহমিকার যে পাপাচার বিশ্বকে গ্রাস করছিল তার প্রতিকারে গোটা বিশ্বময় একটা প্রবল ঝাঁকুনি দিতে পেরেছে কি করোনা? যদিও দেশে দেশে সাফল্যের স্বঘোষিত পদাবলি কঠিন গদ্যের কাছে পরাভ‚ত হচ্ছে।

ড. মোহাম্মদ আবদুল মজিদ : সরকারের সাবেক সচিব, এনবিআরের সাবেক চেয়ারম্যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App