×

সারাদেশ

বাউফলে তৃতীয় শ্রেণির ছাত্রীর বিয়ে, অতঃপর তালাক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২১, ০৬:৩০ পিএম

বাউফলে তৃতীয় শ্রেণির ছাত্রীর বিয়ে, অতঃপর তালাক
বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নে সেই তৃতীয় শ্রেণির ছাত্রীর বিয়ের খবর  ভোরের কাগজে প্রকাশ হওয়ার পরপরই শাস্তির হাত থেকে রক্ষা পেতে একদিনের মধ্যেই  ছাত্রীকে তালাক দেয়া হয়েছে। রবিবার (৩১ জানুয়ারি) দুপুরে তালাকের বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান এনামূল হক আলকাচ মোল্লা। গত ২৯  জানুয়ারি শুক্রবার গভীর রাতে অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা সিদ্দিক মোল্লার মেয়ে চর মিয়াজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী রাহিমা বেগমের সাথে নাজিরপুন ইউনিয়নের হয়জেল হাওলাদারের ছেলে মো. রাসেল হাওলাদারের (৩৫)  কলমা পড়িয়ে বিয়ে দেয়া হয়েছিল। শনিবার (৩০ জানুয়ারি) এঘটনা নিয়ে ভোরের কাগজ লাইভে রিপোর্টে প্রকাশ হলে উপজেলা প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ বিষয়টি নিয়ে খোঁজখবর নিতে থাকেন। অবশেষে ঘটনার সত্যতা পেয়ে রোববার দুপুরে চেয়ারম্যান, মেম্বরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ছাত্রীর বাবা- মা এবং বরের পক্ষকে ডেকে এনে আইনের হাতে তুলে দিতে চাইলে উভয় পক্ষ ক্ষমা চেয়ে তাৎক্ষণিক ছাত্রীকে তালাক দেয়া হয়। ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাহাবুদ্দিন জানান, বিয়ের খবরটি সাংবাদিক এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে জেনে তাৎক্ষণিক তাদেরকে খুঁজে বের করি। বিয়েটি অত্যন্ত গোপণে হয়েছিল। সকলের সহযোগিতায় একটি নাবালিকাকে রক্ষা করা গেল। বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন জানান, ছাত্রিটির ভবিষ্যত চিন্তা করে সামাজিকভাবে বিষয়টি নিস্পত্তি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App