×

পুরনো খবর

গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা ২ লাখ ৩৪ হাজার ৩৪৭ জন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২১, ০৩:৪১ পিএম

গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা ২ লাখ ৩৪ হাজার ৩৪৭ জন

আ ক ম মোজাম্মেল হক।

জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারীর প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, দেশে বীর মুক্তিযোদ্ধা হিসেবে দুই লাখ ৩৪ হাজার ৩৪৭ জনের নামে গেজেট প্রকাশিত হয়েছে। এদের মধ্যে এক লাখ ৯১ হাজার ৮৯৮ জন সম্মানী ভাতা পাচ্ছেন।

রবিবার (৩১ জানুয়ারি) জাতীয় সংসদে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী জানান, বীর মুক্তিযোদ্ধার সম্মানি ভাতা প্রাপ্তির ক্ষেত্রে ৩৩ ধরনের প্রমাণকের যে কোনো একটিতে নাম থাকলেই ভাতা প্রাপ্য হয়। এক্ষেত্রে নির্ধারিত ফরমে আবেদন করতে হয়। সেটি যাচাই-বাছাই শেষে চূড়ান্ত করার পর ভাতা দেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App