তিন লাখ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ নেই!

আগের সংবাদ

রাজধানীতে চিকিৎসকের বিরুদ্ধে গৃহকর্মী ধর্ষণের অভিযোগ

পরের সংবাদ

পুতুলের প্রতি বিশেষ আকর্ষণ, বিয়ে করে আইফোন উপহার

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২১ , ৯:৪৮ পূর্বাহ্ণ আপডেট: জানুয়ারি ৩১, ২০২১ , ১০:০১ পূর্বাহ্ণ

জীবন্ত নারীর চেয়ে পুতুল নারীকেই ভালো লাগে হংকংয়ের ৩৬ বছরের এক যুবকের। তিনি মনে করেন, আসল নারীর সঙ্গে সময় কাটানোর চেয়ে পুতুল নারীর সঙ্গেই সময় কাটানো বেশি সহজ। তাই জীবন সঙ্গিণী হিসেবে নারীর অবয়বের একটি যৌন পুতুলকেই বেছে নিয়েছেন তিনি।

তিয়াংরং মনে করেন সত্যিকারের নারীর চেয়ে পুতুলকেই ভালোবাসা সহজ।

দ্য আইরিশ সানের প্রতিবেদনে বলা হয়েছে, জাই তিয়াংরং নামের ওই ব্যক্তি ‘মোচি’ নামের ওই পুতুলটিকে বিয়েও করেছেন। তিয়াংরং হংকংয়ে বাবা-মায়ের সঙ্গেই থাকেন। বাবা-মা, আত্মীয় স্বজন এবং নিকট বন্ধুবান্ধবদের উপস্থিতিতেই ওই পুতুলকে বিয়ে করেছেন তিনি।

মোচি এখন ২০ সেট দামি পোশাক ও ১০ জোড়া জুতার মালিক

তবে পুতুলটির ত্বক যেন নষ্ট না হয় সেজন্য তিনি মোচিকে চুম্বনও করেননি। পুতুল মোচির জন্য আইফোন ১২ সহ অনেক দামি উপহারও কিনেছেন ওই যুবক। ২০১৯ সালে তিনি মোচিকে চীন থেকে কিনেছিলেন। কেনার পর তার সমস্ত সময়, ভালোবাসা তিনি মোচিকে সমর্পন করেছেন।

প্রতি রাতে ঘুমানোর সময় মোচি বিছানার পাশে একটি চেয়ারে বসে থাকে।

তিয়াংরং বলেন, পুতুলের প্রতি আমি প্রথম আকর্ষণবোধ করি ১০ বছর আগে থেকেই। সে সময় হংকংয়ের একটি খুচরা বাজারে একটি পুতুলের প্রতি আকর্ষণ জাগে, কিন্তু সেসময় পুতুলটি কেনার সাধ্য হয়নি।

তিয়াংরং বলেন, মোচি তার জীবনকে সহজ করেছে।

পুতুলের সঙ্গে বিয়ে নিয়ে তিয়াংরং বলেন, আমি মোচিকে খুব সম্মান করি। আমি শুধু তার সঙ্গটি চাই। এর আগে আমার আসল প্রেমিকা ছিল। ‍কিন্তু তার সঙ্গে আমার কখনও শারীরিক সম্পর্ক হয়নি। এখন আমি পুতুলের প্রতি আকৃষ্ট। পুতুলকেই ভালোবাসতে চাই।

তার সব সময়ের সঙ্গী এখন মোচিই।

তিয়াংরং বলেন, সত্যিকারের বউ থাকলে তার অনেক চাহিদা মেটাতে হতো। কিন্তু মোচির কোনো চাহিদা নেই। তাই পুতুলের সঙ্গে বাস করাটাই বেশি সহজ ও সুখ-স্বাচ্ছন্দ্যময়।

পিআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়