×

সারাদেশ

হাতিয়ায় চারগুণ বেশি ভোটে নৌকার জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২১, ০৯:১৯ পিএম

হাতিয়ায় চারগুণ বেশি ভোটে নৌকার জয়
নোয়াখালীর হাতিয়া পৌরসভায় চারগুণ বেশি ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কে.এম ওবায়দুল্লাহ বিল্পব। শনিবার রাত ৮টায় হাতিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন। ঘোষিত বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কে.এম ওবায়দুল্লাহ বিল্পব নৌকা প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৯৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী আবদুর রহিম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮৫৫ ভোট। শনিবার সকাল ৮ টায় শুরু হওয়া এ নির্বাচনে সার্বিকভাবে কম ভোটার উপস্থিতির চিত্র দেখা গেছে। ১৩টি ভোটকেন্দ্রের ছয়টিতে ব্যাপক উপস্থিতি দেখা গেলেও বাকি ৭টি কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিলো কম। নির্বাচন চলাকালীন সময়ে বিএনপি প্রার্থী আব্দুর রহিমকে মাঠেই দেখা যায়নি। দুর্বল প্রার্থীর কারণে মেয়র পদে একপেশে ভোটে বিএনপির এমন ভরাডুবি হয়েছে বলে মন্তব্য করেন স্থানীয়রা। ২০০৫ সালে প্রতিষ্ঠিত হাতিয়া পৌরসভায় মোট জনসংখ্যা প্রায় ৭০ হাজার। ভোটার ৩২ হাজার ৩২৯ জন। যার মধ্যে নারী ভোটার ১৫ হাজার ৬৩৭ জন, পুরুষ ভোটার ১৬ হাজার ৬৯২ জন । নয়টি ওয়ার্ডের ১৩টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন ১৯ হাজার ৮৪৭ জন ভোটার ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App