×

শিক্ষা

এইচএসসি ও সমমানের ‘অন্যরকম’ ফল আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২১, ০৯:৪৯ এএম

এইচএসসি ও সমমানের ‘অন্যরকম’ ফল আজ

ফলাফল প্রকাশ হলেও শিক্ষা প্রতিষ্ঠানে থাকছে না এবার আনন্দ

করোনার কারণে না হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হবে আজ। সকাল সাড়ে ১০টায় ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হবে।

তবে  ফল ঘোষণা উপলক্ষে অন্যান্য বারের মতো শিক্ষা প্রতিষ্ঠানে থাকছে না কেনো ফলাফলের আমেজ। কারণ ফল ঘোষণার সময়  শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত সম্পূর্ণ নিষেধ। এর আগে শুক্রবার (২৯ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের ধার্য  দিন ঘোষণার সময় এই তথ্য জানানো হয়।

এবার ফল অনলাইনে প্রকাশিত হবে। পরীক্ষা কেন্দ্রে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ফল পাঠানো হবে না। কাজেই কোনো অবস্থাতেই ফল প্রকাশের দিন শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না। যারা মুঠোফোনের খুদে বার্তার মাধ্যমে ফল পেতে ইচ্ছুক তাদের ফল প্রকাশের আগেই প্রি-রেজিস্ট্রেশন করতে হবে: HSC< >Board name (First 3 letter) <> Roll<>2020 টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রি-রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফল পৌঁছে যাবে। এছাড়া www.educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকেও ফল দেখা যাবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App