×

খেলা

প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বেহাল দশা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২১, ০৫:৩৪ পিএম

প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বেহাল দশা

বিসিবি একাদশের বিপক্ষে শুক্রবার মাত্র ২৫৭ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ

প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বেহাল দশা

বিসিবি একাদশের তরুণ স্পিনার রিশাদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন কাইল মায়ার্স

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশ একাদশের বিপক্ষে ৩ দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নামে ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার (২৯ জানুয়ারি) এই ম্যাচটির প্রথম দিন ব্যাটিং করতে নেমেই সবগুলো উইকেট হারিয়ে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। তারা মাত্র ২৫৭ রানে অলআউট হয়ে গেছে। বিসিবি একাদশের স্পিন ঘূর্ণিতেই কাবু হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের জাতীয় দলের বিপক্ষেও ওয়েস্ট ইন্ডিজ স্পিনে ধুঁকেছিল।

বিসিবি একাদশের তরুণ স্পিনার রিশাদ হোসেন ৭৫ রান দিয়ে মাত্র ৫টি উইকেট তুলে নেন। খালেদ আহমেদ ৪৬ রান করে ৩টি উইকেট তুলে নেন। আর ১টি করে উইকেট শিকার করেন শাহাদাত হোসেন ও সাইফ হাসান।

অথচ ওয়েষ্ট ইন্ডিজ টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বেশ ভালোই শুরু করে। দুই ওপেনার ক্রেগ ব্রাথওয়েট ও জন ক্যাম্পবল মিলে উদ্বোধনী জুটিতে ৬৭ রান এনে দেন। এরপর মসলেকে নিয়ে ব্রাথওয়েট তৃতীয় উইকেটে ৪৩ রানের পার্টনারশিপ গড়েন। কিন্তু ব্রাথওয়েট দলের হয়ে সর্বোচ্চ ৮৫ রান করার পর আউট হলেই দ্রুত গতিতে বাকি উইকেটগুলো হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান করেছেন আরেক ওপেনার জন ক্যাম্পবেল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App