×

সারাদেশ

জেলায় জেলায় পাঠানো হচ্ছে করোনার টিকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২১, ১০:৫৭ পিএম

জেলায় জেলায় পাঠানো হচ্ছে করোনার টিকা

ছবি: মর্তুজা ফারুক রুপক

গাজীপুরের টঙ্গীর বেক্সিমকোর ওয়ারহাউজ থেকে করোনার টিকা নির্ধারিত জেলাগুলোতে পাঠানো শুরু হয়েছে। এরই মধ্যে মেহেরপুর, রাজবাড়ীসহ দেশের ১৩ জেলায় করোনার টিকা পৌঁছেছে। জেলার সিভিল সার্জন কর্মকর্তারা টিকাগুলো বুঝে নিচ্ছেন।

গাজীপুর থেকে টিকা জেলায় জেলায় নির্বিঘ্নে পৌঁছাতে সড়কের সার্বিক নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ পুলিশ। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে করোনার টিকা দান কার্যক্রম শুরু হবে। যদিও টিকা নেবার আগে অবশ্যই নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে।

প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মেহেরপুরে এসে পৌঁছাল করোনা ভ্যাকসিন। প্রথম দফায় ১২ হাজার ডোজ একটি কার্টুনে এসে পৌঁছেছে। বেক্সিমকোর ডেপুটি ম্যানেজার কামরুল হাসানের নেতৃত্ব ঢাকা থেকে একটি মিনি কার্গোযোগে ভ্যাকসিনগুলো মেহেরপুরে সিভিল সার্জন অফিস কার্যালয়ে পৌঁছায়।

মেহেরপুর জেরার পক্ষ থেকে করোনার ভ্যাকাসন গ্রহণ করেন মেহেরপুর জেলা করোনা ভ্যাকসিন প্রদান কমিটির প্রধান সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App