×

সারাদেশ

ঘর পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি হিজড়াদের কৃতজ্ঞতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২১, ০৩:০৬ পিএম

ঘর পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি হিজড়াদের কৃতজ্ঞতা

ঘর পেয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন হিজড়ারা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ধোপাকান্দি গ্রামে গড়ে উঠেছে হিজড়া পল্লী। এটি সরকারের আশ্রয়ের প্রকল্পের একটি অংশ। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর দেওয়া হয়েছে এসব হিজড়াদের।

এই পল্লীতে হিজড়াদের জন্য ২০টি ঘর তৈরি করা হয়েছে। হিজড়া সম্প্রদায়ের ৫০ জন এই পল্লীতে সুখে-শান্তিতে বসবাস করছেন। ফলে তাদেরকে এখন আর সামাজিক নিগ্রীহের শিকার হতে হয় না। ঘরের পাশাপাশি তারা পেয়েছেন গবাদি পশু, সেলাই মেশিন। নিজেরা হাঁস-মুরগি ও লালন পালন করছেন। উপজেলা প্রশাসন থেকে নিয়েছেন নানা প্রশিক্ষণ।

কয়েকজন হিজড়া জানান, এখন তারা নিজেরাই স্বাবলম্বী। সমাজে মান সম্মান নিয়ে বসবাস করতে পারছেন। এটাই তাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। আর এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হিজড়া সম্প্রদায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App