×

বিনোদন

কান চলচ্চিত্র উৎসব দীর্ঘ হলো অপেক্ষার প্রহর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২১, ০৩:৪৬ পিএম

কান চলচ্চিত্র উৎসব দীর্ঘ হলো অপেক্ষার প্রহর

কান চলচ্চিত্র উৎসব।

কান চলচ্চিত্র উৎসব দীর্ঘ হলো অপেক্ষার প্রহর

মহামারি করোনার কারণে ফের দুই মাস পেছালো কান চলচ্চিত্র উৎসব। নতুন তারিখ অনুযায়ী এবারের আসর বসবে আগামী ৬ থেকে ১৭ জুলাই পর্যন্ত। গত বুধবার দ্বিতীয় দফায় উৎসব পেছানোর এ কথা জানিয়েছে কান কর্তৃপক্ষ।

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাসম্পন্ন এ আয়োজন গত বছর মে মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মহামারির থাবায় তা বাতিল হয়ে যায়। পরে চলতি বছরের মে মাসে ব্যক্তি উপস্থিতিতে উৎসব আয়োজনের কথা হয়। কিন্তু সিনেমাপ্রেমীদের অপেক্ষার প্রহর আরো দীর্ঘ হলো। শীতে ফ্রান্সে করোনা পরিস্থিতি বেড়েছে। তাই উৎসব পেছানোর সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। গ্রীষ্মকালে সেখানকার ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে, এমন ভাবনা থেকে আগামী জুলাইয়ে গড়িয়েছে কানের ৭৩তম আসর।

পশ্চিমা গণমাধ্যম ডেডলাইন তাদের প্রতিবেদনে জানায়, আগামী জুন মাসে কান শহরে মিপিম রিয়েল এস্টেট সম্মেলনের আয়োজন করা হবে। এরপর পরিস্থিতি বিবেচনা করে জুলাইতে কান উৎসবের আয়োজন করা যাবে কি-না সেই ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

অন্যদিকে জুলাইয়ের পর চলচ্চিত্রের আরো দুটি বড় উৎসব-ভেনিস ও টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে মাতামাতি শুরু হয়ে যাবে। তবে জুলাইতে কান উৎসব আয়োজিত হলে এটিই হবে বিশ্বে প্রথম কোনো বড় চলচ্চিত্র উৎসব। মহামারি সময়ে যা ব্যক্তি উপস্থিতিতে দেখা যাবে।

১৯৪৬ সাল থেকে বিশ্ব চলচ্চিত্রের শৈল্পিক অর্জনগুলো উদযাপনের সবচেয়ে বড় মঞ্চ এ উৎসব। সারাবিশ্বের চলচ্চিত্র অনুরাগীদের চোখ থাকে কান উৎসবের সেরা চলচ্চিত্রগুলোকে ঘিরে। এবার ফ্রান্সে করোনার প্রাদুর্ভাব শুরু হলে কানের কেন্দ্রীয় আয়োজনস্থলটি হাসপাতাল হিসেবে ব্যবহৃত হয়েছে। বর্তমানে সেখানে ভ্যাকসিনেশন কার্যক্রম চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App