×

খেলা

করাচিতে কুপোকাত দক্ষিণ আফ্রিকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২১, ০৪:৪৮ পিএম

করাচিতে কুপোকাত দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানকে সাজ ঘরে ফিরিয়ে পাকিস্তানের নোমান আলির উল্লাস। দ্বিতীয় ইনিংসে ৩৫ রানে প্রোটিয়াদের ৫ উইকেট তুলে নেন তিনি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে প্রতিদ্বন্দ্বীতাই করতে পারেনি সফরকারী দক্ষিণ আফ্রিকা। করাচি টেস্টে প্রোটিয়াদের প্রথম ইনিংসের ২২০ রানের জবাবে ৩৭৮ রানে থেমেছিল স্বাগতিকদের প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়ারা সবকটি উইকেট হারিয়ে ২৪৫ রান করলে শুক্রবার (২৯ জানুয়ারি) জয়ের জন্য ৮৮ রানের টার্গেট পায় বাবর আজম বাহিনী। সেখান থেকে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। ৭ উইকেটের জয় পায় তারা। ম্যাচসেরা হন সেঞ্চুরিয়ান ফাওয়াদ আলম। রাওয়ালপিন্ডিতে সিরিজের পরের ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ ফেব্রুয়ারি থেকে। ৮৮ রানের টার্গেটে খেলতে নেমে ওয়ানডে মেজাজে ব্যাটিং করেন পাকিস্তানের ব্যাটসম্যানরা। ইমরান ১২ ও আবিদ আলি ১০ রানে আউট হওয়ার পর দুটি বড় ইনিংস খেলেন আজহার আলি ও বাবর আজম। বাবর ৩০ রানে আউট হলেও শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন আজহার। ৪৭ বলে তিনি করেন ৩১ রান। ফাওয়াদ আলম অপরাজিত ছিলেন ৪ রানে। দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি উইকেট নেন এনরিচ নর্টজে। কেশভ মহারাজ নেন এক উইকেট। এর আগে দ্বিতীয় ইনিংসে ২৪৫ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। এই ইনিংসে সর্বোচ্চ ৭৪ রান করেছিলেন এইডেন মারক্রাম। ৬৪ রান করেন ভ্যান ডার ডুসেন। পাকিস্তানের হয়ে পাঁচটি উইকেট পান অভিষিক্ত নোমান আলি। ৪টি উইকেট নেন ইয়াসির শাহ। জবাবে ৩৭৮ রান করতে সক্ষম হয় পাকিস্তান। ওই ইনিংসে ১০৯ রান করেছিলেন ফাওয়াদ আলম। নিজেদের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ২২০ রানে গুটিয়ে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App