×

সাময়িকী

সব শক্তির আধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২১, ০৯:৫৮ পিএম

সব শক্তির আধার
কে-একজন চেপে ধরে রাখে কলম আমি লিখতে লিখতে আনমনা স্বভাবে হঠাৎ দুলে ওঠে জগৎ, যেমন আট মাত্রার রিখটার স্কেল- ভেতরের সব ওলটপালট, মস্তিষ্কের গিঁটে গিঁটে সুনামির টান কোন দিকে যাচ্ছি আমি পথ নির্দেশক আমার বিশ্বাসে তার স্পষ্ট ছায়া দেখে ঠিক করে দিয়েছেন কলমের গতি, তিল তিল করে জমানো প্রতীতি বিনয়ে বিগলিত হতে হতে মহানন্দে ঝুলে পড়ে নির্দেশকের রজ্জুতে দুজনের চোখাচোখি শেষে- প্রথম প্রণয়ে দল মেলেছে অদৃশ্য পদ্মের ঝাড় অতঃপর ঝাড় থেকে উঠে এসেছে কাগজ কলম উঠে এসেছে জলের কালি কলম চলছে তার আপন শক্তিতে যে আপন আমারও আপন সব শক্তির অধার একটি বিন্দুতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App