×

সাময়িকী

শীত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২১, ০৯:৩৮ পিএম

শীত
বন্দনার সমারোহ। ঘাড় ফেরা শীত পরিচিত সৌরভে স্বপ্ন ছড়ায় কিছুটা পুষ্প পাঠে নাচে। চারপাশে ঐশ্বর্য সৌরভ স্বাক্ষরিত গুঞ্জনে ঘিরে ধরে কুয়াশার সাজ। সৌরভেরা বড় বেশি সমর্পিত সৌরভ মুক্ত ভাষা, আত্মকথায় সাজানো কম্পন। সৌরভ শোভিত ভোর, শুদ্ধ চিন্তার বাঁক বদল- সৌরভ কথা-ফুল, মধুরভাষিণী- পোষমানা মন; সৌরভ প্রতিধ্বনি- স্মৃতির আকাশলাগা পরিভাষা শীতেরা তাই স্বনির্ভর ঝিলমিল। সুর ও স্বরে সৌরভ বলে- শীত মানে ফেনী; শীত মানে ডানা ঝাড়া শনাক্তকরণে শীত মানে ঘাসজমিতে টুপটাপ শব্দ চমকের দিব্যদৃষ্টি পাওয়া। শীত মানে তন্ময়তায় লুটোপুটি- বিমুগ্ধ বিস্ময়ের অনুবাদ- শীত মানে খোলাজা পিঠা, সলজ্জ আভার ধূসর আবেগ শীত মানে ডাগরডোগর সংস্করণে জহির- ভ্রমণ শীত মানে পউষের বায়োডাটা, নরম রোদের ঢেঁকুর শীত মানে অল্পবয়সী জলপাইয়ের আলতো পা ফেলা মাছিমপুরের ভূঁইয়া বাড়ি...।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App