×

সাময়িকী

শীতযাত্রা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২১, ০৯:২৭ পিএম

শীতযাত্রা
কুয়াশার ভোর, বিষণ্ন হিম নদী পেরিয়ে চলেছি তোমার আমন্ত্রণে, সীমান্ত রেখা হারিয়ে যাওয়ার পথে অক্ষরমোছা আঙ্গিকে প্রকরণে। শরীরের শীত মেশে কোলাহল শেষে ভোরের আকাশ জাগে ধূমায়িত কাপে চশমার কাচ বাষ্পে উৎসারিত মুছে নিও তুমি রুমালে ও উত্তাপে। হাতের মুঠোয় ধরা ছিল হাত দুটি হাতে হাত রাখা মোটেই সহজ নয় পোশাকে শিশির আর শীত-খুনসুটি চোখে আকুলতা হারিয়ে যাবার ভয়। দুই দেশ দুই ধর্ম ভ্রুকুটিময় শীতের হিজাবে সূর্য-নরম আলো ভালোবেসে ভয় করেছি আমরা জয় তবুও বিরোধ আমাদের আটকালো। ‘মনে রেখো প্রিয়’ আঁকাবাঁকা হাতে লেখা দূরে নির্জনে স্বপ্ন পোড়ানো ছাই রাই কিশোরীর ভুল বানানের চিঠি হারিয়ে গিয়েছে, মুছে গেছে মনটাই। তবুও কেন আজো নির্জন শীত ভোরে খাতা খুলে রাখি যেন বৃষ্টিরা এসে গোটা অক্ষরে নাজনীন আফরোজা নাম লিখে রাখে আমার বাংলাদেশে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App