×

জাতীয়

রাজধানীর ৫ হাসপাতালে করোনার টিকা শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২১, ১১:২০ এএম

রাজধানীর ৫ হাসপাতালে করোনার টিকা শুরু

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রথম টিকা নেন উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া

রাজধানীর ৫ হাসপাতালে করোনার টিকা শুরু

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে টিকা নেওয়ার জন্য অপেক্ষমান হাসপাতালের চিকিৎসক-নার্সসহ কর্মকর্তা কর্মচাারীরা। ছবি: মাসুদ পারভেজ আনিস

রাজধানীর ৫ হাসপাতালে করোনার টিকা শুরু

টিকাদান কর্মসূচি পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি: সংগৃহীত

দেশে করোনা টিকাদান কার্যক্রমের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও কুয়েত মৈত্রী হাসপাতালে একযোগে শুরু হয়েছে এই কার্যক্রম। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দিনের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ায়র টিকা নেয়ার মাধ্যমে দিনের টিকাদান কর্মসূচি শুরু হয়। এ কার্যক্রম চলবে বিকেল ৩টা পর্যন্ত। [caption id="attachment_262717" align="aligncenter" width="700"] রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে টিকা নেওয়ার জন্য অপেক্ষমান হাসপাতালের চিকিৎসক-নার্সসহ কর্মকর্তা কর্মচাারীরা। ছবি: মাসুদ পারভেজ আনিস[/caption] এরপর টিকা নেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। পরে বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট শিক্ষার্থী, কর্মকর্তা,কর্মচারী ও আনসার বাহিনীর সদস্যদের মাঝে ২শ জনকে টিকা দেয়া হবে। এছাড়াও ৫টি হাসপাতালের মোট ৫৬০ জনকে এই টিকা দেওয়া হবে। যাদের সবাই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই টিকাদান কর্মসূচি পরিদর্শন করেছেন। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে টিকা নেবেন হাসপাতালের ৬০ জন ডাক্তার নার্স ও ওয়ার্ড বয় ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App