×

সাময়িকী

ঝাউ গাছের শরীরে আলোর ফোয়ারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২১, ১০:০২ পিএম

ঝাউ গাছের শরীরে আলোর ফোয়ারা
প্রকৃতির এই নৈসর্গিক সৌন্দর্য নিঃসঙ্গ রাত্রিদুপুর। তুষারের শুভ্র ফুলেল মখমলি পথে বরফ গলার ছন্দ; দিগন্তের সীমানায়- ধবল দুধের মতো দেয়াল, বৃক্ষের পল্লব যখন হিম হয়ে আসে শীতে তাদের নিঃশ্বাস থেকে পান করি বাদামি পাতার নির্যাস মেশানো সঞ্জীবনী সুরা। নীল জলের পেয়ালায় যখন ওঠে ঝড় হাড় কাঁপায় ঠাণ্ডায়, কল্পনার বালিহাঁস সাঁতার কাটে আনমনে, আমি নিঃশব্দ চরণে পায়চারি করি সমস্ত ঘরজুড়ে, বাইরে তাকাই দেখি ঝাউগাছগুলোর শরীর থেকে নেমে আসছে আলোর ফুয়ারা, চাঁদের বদান্যতায়; তখন অন্ধকার চাদর সরিয়ে হাতের ইশারায় এঁকে যাই ছায়াদৃশ্য সহসা; চোখের প্রজেক্টারের ফিতায় ভেসে আসে বেগুনি আলোর বিচ্ছুরণে প্রাণের জাগরণ। সেই ছায়াদৃশ্যে জীবনকে খুঁজি- আমি আঁধারের দেয়াল ছিন্ন করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App