×

জাতীয়

করোনা টিকা নিলেন দেশের প্রথম চিকিৎসক দম্পতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২১, ০১:০৪ পিএম

করোনা টিকা নিলেন দেশের প্রথম চিকিৎসক দম্পতি

করোনা ভাইরাসের টিকা নিলেন অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান ও সহযোগী অধ্যাপক ডা. কানিজ ফাতেমা

করোনা টিকা নিলেন দেশের প্রথম চিকিৎসক দম্পতি

চিকিৎসক দম্পতি অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান ও সহযোগী অধ্যাপক ডা. কানিজ ফাতেমা

দেশের প্রথম চিকিৎসক দম্পতি হিসেবে করোনা ভাইরাসের টিকা নিলেন অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান ও সহযোগী অধ্যাপক ডা. কানিজ ফাতেমা। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল দশটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিকাদান কেন্দ্রে এই চিকিৎক দম্পতি টিকা নেন। ডা. মোস্তফা জামান বিএসএমএমইউর কার্ডিওলজি বিভােগের অধ্যাপক ও ডা. কানিজ ফাতেমা একই বিশ্ববিদ্যালয়ের অবস অ্যান্ড গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। অধ্যাপক ডা. মোস্তফা জামান জানান, টিকা নেওয়ার পর তারা দুুজনেই সুস্থ আছেন। সাময়িক একটু ব্যাথা ছাড়া তাদের কারোর মধ্যেই তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। [caption id="attachment_262735" align="aligncenter" width="700"] চিকিৎসক দম্পতি অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান ও সহযোগী অধ্যাপক ডা. কানিজ ফাতেমা[/caption] ডা. কানিজ ফাতেমা বলেন, দেশের প্রথম চিকিৎসক দম্পতি হিসেবে টিকা নিতে পেরে আমরা অনেক উচ্ছ্বসিত। টিকা নেওয়ার পর আমাদের কোনো সমস্যা হয়নি। এসময় সকলকে টিকা নেওয়ার জন্য আহ্বান জানান তিনি। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া টিকা নেওয়ার মাধ্যমে দিনের টিকাদান কর্মসূচি শুরু হয়। এ কার্যক্রম চলবে বিকেল ৩টা পর্যন্ত।    

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App