×

সাময়িকী

আমার অনাগত শীতপাখি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২১, ০৯:৪৪ পিএম

আমার অনাগত শীতপাখি
শীতের আগুনে পুড়াবো হিমশীতল প্রেম শীতরাতে ছুঁয়ে দেখি পাখির পালক, কুহু-কুহু ডাকে যে পাখিটি সে তো থাকে বহুদূরে জলের ভেতর যে শূন্যতা আমি তো সেই গান পোড়া জলের মগ্নতায় দ্রবীভ‚ত হয় স্নেহের পাখি; শীতের রাতে ছুঁতে চাই সোফোক্লিসের প্রেম জননী শুয়ে আছে পুত্রকন্যা ঘুমাচ্ছে- যোদ্ধারা বড্ড ক্লান্ত জনক কবরে শায়িত, জামগাছের ডালে বসে আছে বুলবুলি কথা আছে- শ্বেতপাথরে ফুটাবো ঘাসফুল- আরো কতো কী কী! শীতের সন্ধ্যায় সেই বালিকাটি এখনো নীরবে হেঁটে যায়; শীতের শরীর পুড়াবো হৃদয়ের উষ্ণতায় চুলে চুলে ঘর্ষণে জ¦লে উঠবে ঝাড়বাতি, চোখের পাতায় আগুনের ঘরবাড়ি, নাড়ির উৎসব; তালপাতার পাখা শুয়ে আছে মাচার নিচে তুমুল বিরহে- তোমার তলপেটে ঘুমায় আমার অনাগত কাক্সিক্ষত শীতপাখি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App