×

সারাদেশ

সহিংসতা ও পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে চট্টগ্রামে ভোট চলছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২১, ০২:৪৮ পিএম

সহিংসতা ও পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে চট্টগ্রামে ভোট চলছে
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিচ্ছিন্ন সংঘাত-সহিংসতা, অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্য দিয়ে ভোটগ্রহণ চলছে। বুধবার দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় নির্বচানী সহিংসতায় দুইজন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন। এর মধ্যে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহদাত হোসেন অভিযোগ করেছেন, বিভিন্ন ভোটকেন্দ্র থেকে বিএনপি’র এজেন্টদের বের করে দেয়া হয়েছে। এদিকে নগরীর ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের একটি ভোটকেন্দ্রের সামনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ আলাউদ্দিন আলো (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৭ জানুয়ারি) সকালে নগরীর পাহাড়তলী ওয়ার্ডের ইউসেফ আমবাগান টেকনিক্যাল স্কুল ভোটকেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে র‌্যাব ও সোয়াত টিম। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভোটগ্রহণ শুরুর পর পাহাড়তলী ওয়ার্ডের ওই ভোটকেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ওয়াসিম উদ্দিন চৌধুরী এবং বিদ্রোহী প্রার্থী মাহামুদুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন আলাউদ্দিন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে পুলিশ জানিয়েছে। সংঘর্ষে আরও ৬ জন আহত হয়েছেন। এসময় দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। বিদ্রোহী প্রার্থী মো. মাহমুদুর রহমান বলেন, নিহত আলাউদ্দিন আমার কর্মী। আমার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ওয়াসিম বহিরাগত লোকজন নিয়ে গতকাল থেকে এলাকায় অবস্থান নিয়েছে। কেন্দ্রের বাইরে গুলি করে আলাউদ্দিনকে হত্যা করা হয়েছে। আরো ছয়জন আহত হয়েছেন। তাদের কারো গায়ে গুলি লেগেছে। কারো মাথা ফেটেছে। একজন নারীর অবস্থা খুব খারাপ। অন্যদিকে নগরের পাহাড়তলী থানাধীন পশ্চিম নাছিরাবাদ বার কোয়ার্টার এলাকায় নির্বাচনের জের ধরে ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন হয়েছেন। দুই ভাই দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থক বলে জানা গেছে। বুধবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নগর পুলিশের সহকারী কমিশনার মো. আরিফ হোসেন ভোরের কাগজকে বলেন, নিহতের নাম নিজাম উদ্দীন মুন্না সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবের আহমদের সমর্থক। অভিযুক্ত নিহতের ভাই সালাউদ্দীন কামরুল আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নুরুল আমিনের সমর্থক। তবে দুই ভাইয়ের মধ্যে অনেক আগে থেকেই পারিবারিক বিরোধ রয়েছে বলে জানতে পেরেছি। নগরীর ১৪ নম্বর ওয়ার্ড লালখান বাজার এলাকায় আওয়ামী সমর্থিত কাউন্সিলর প্রার্থী আবুল হাসনাত মোহাম্মদ বেলাল এবং মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থী দিদারুল আলম মাসুমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে লালখান বাজার শহীদ নগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে। এসময় পাথর নিক্ষেপ ও লাঠি নিয়ে হামলায় জড়ায় দুই পক্ষ। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App