×

সারাদেশ

লালখানবাজারে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২১, ১০:১২ এএম

লালখানবাজারে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

চট্টগ্রামে সংঘর্ষ নিয়ন্ত্রণে কাজ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি- ভোরের কাগজ

লালখানবাজারে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ
চট্টগ্রামে সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে ব্যাপক ভোটারদের উপস্থিতিতে। তবে নগরীর লালখানবাজারে আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ওপর বিদ্রোহী প্রার্থীর সমর্থক ও সন্ত্রাসীদের হামলা এবং ধাওয়া-পাল্টা ধাওয়ায় কিছুটা ছন্দপতন ঘটে ভোটগ্রহণে। পরে র‌্যাব বিজিবি পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার পর আবার সেই কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। এছাড়া নগরীর বিভিন্ন এলাকাতে শীত উপেক্ষা করে ব্যাপক সংখ্যক ভোটারদের লাইনে দাঁড়াতে দেখা গেছে। [caption id="attachment_262521" align="aligncenter" width="700"] ভোটকেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ[/caption] তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি আরও বাড়ছে। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বিঘ্নে ভোট গ্রহণে নগরীতে প্রায় ১২ হাজারের বেশি পুলিশ বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। তবে নগরীর বিভিন্ন এলাকা থেকে বিচ্ছিন্নভাবে কিছু গোলযোগ ও সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। বিএনপি দলীয় প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে নগরীর কয়েকটি কেন্দ্র থেকে তাদের কয়েকজন পোলিং এজেন্টকে বের করে দেয়া হয়েছে। এদিকে, পাহাড়তলী ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ওপর বিদ্রোহী প্রার্থী সমর্থক ও সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এখানে একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। আহত হয়েছেন অন্তত ৬ জন। তবে পুলিশ বিজিবি এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App