×

সারাদেশ

বিএনপি নানা অভিযোগ তুলে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২১, ০৩:১৮ পিএম

বিএনপি নানা অভিযোগ তুলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। বিভিন্ন ভোটকেন্দ্র থেকে বিএনপি’র এজেন্টদের বের দেওয়ার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বিএনপির অভিযোগ ভিত্তিহীন। তারা সবসময় এমন অভিযোগ করে আসছে। বিএনপি তো সবসময় অভিযোগ করে। তাদের এজেন্টরা কেন্দ্রেই যায়নি। বিএনপি জনবিচ্ছিন্ন। এজন্য তারা এজেন্ট দিতে পারেনি। এর আগে বুধবার সকাল পৌনে ৯টার দিকে রেজাউল করিম চৌধুরী নগরীর এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। এসময় তিনি বলেন, সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। উৎসবমুখর পরিবেশে, নির্বিঘ্নে ভোট প্রদান করছেন ভোটাররা। জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী রেজাউল করিম। এদিকে বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে বহদ্দারহাটে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল ব্রিফিংয়ে বলেন, সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেছি। ভোটাররা ভোট দিতে উৎসাহ নিয়ে কেন্দ্রে আসছেন। খুশি মনে ভোট দিচ্ছেন। তিনি অভিযোগ করেন, বিএনপির কর্মীরা বিভিন্ন কেন্দ্রে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। বিভিন্ন কেন্দ্র থেকে আমাদের কাছে তথ্য আসছে। বিএনপির এতো ষড়যন্ত্রের পরও আমরা ভোটে রয়েছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে আমরা বিশ্বাসী। বিভিন্ন কেন্দ্রে বিএনপির এজেন্ট না থাকা নিয়ে জানতে চাইলে ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেন, বিএনপি প্রতিটি নির্বাচনে প্রোপাগাণ্ডা চালায়। নির্বাচনে তারা আসবেন না, কিন্তু ষড়যন্ত্র অব্যাহত রাখেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App