×

জাতীয়

দীর্ঘ প্রতীক্ষার অবসান, আজ টিকা প্রয়োগ শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২১, ১০:৪১ এএম

দীর্ঘ প্রতীক্ষার অবসান, আজ টিকা প্রয়োগ শুরু

করোনাভাইরাসের টিকা।

দেশে করোনাভাইরাসের টিকা প্রয়োগ শুরুর মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে আজ। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নার্স রুনু বেরুনিকা কস্তাকে সর্বপ্রথম এই টিকা দেয়া হবে।

বুধবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে এই টিকা প্রয়োগ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে গত ২১ জানুয়ারি বাংলাদেশকে উপহার হিসেবে দেয়া ভারতের ২০ লাখ টিকা দেশে পৌঁছায়। এরপর ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা করোনার টিকার প্রথম চালান ৫০ লাখ টিকা দেশে পৌঁছায় গত ২৫ জানুয়ারি। সরকার, সেরাম ইনস্টিটিউট ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মধ্যকার ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে এই টিকা কেনা হয়েছে।

বিমানবন্দর থেকে এই টিকা বেক্সিমকোর টঙ্গীর নতুন সংরক্ষণাগারে নেওয়া হয়। সারাদেশে পাঠানোর আগে এই টিকা সরকারি ওষুধ পরীক্ষাগারে পরীক্ষা করে ছাড়পত্র নেওয়া হয়। সরকারের চাহিদা অনুযায়ী এই টিকা ৬৪ জেলার সিভিল সার্জনদের কাছে পৌঁছে দেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App