×

জাতীয়

চাটমোহরের রুনু নিলেন করোনার প্রথম টিকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২১, ০৫:২১ পিএম

চাটমোহরের রুনু নিলেন করোনার প্রথম টিকা

চোটমোহরের মেয়ে রুনু।

পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের খরবাড়িয়া গ্রামের পবন গমেজের স্ত্রী রুনু ভেরোনিকা কস্তা বাংলাদেশের করোনা ভাইরাসের প্রথম টিকা গ্রহণ করেছেন।

তিনি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ডাইলাসিস ইউনিটের প্রধান সিনিয়র স্টাফ নার্স।

আজ বুধবার বিকেল ৪টা ৮ মিনিটে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নির্বাচিত নার্স রুনু ভেরোনিকা কস্তাকে টিকা দেওয়ার মাধ্যমে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।

টিকা নেওয়ার আগমুহূর্তে রুনুর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ভয় পাচ্ছো না তো!’

জবাবে রুনু বলেন, ‘না’। টিকা নিয়ে তিনি বলেন ‘জয় বাংলা’। সম্মুখসারির যোদ্ধা হিসেবে রুনুর টিকা নেয়ার সাহসিকতাকে অভিনন্দন জানিয়েছেন পাবনার চাটমোহরসহ সর্বস্তরের মানুষ।

এছাড়া প্রথম টিকা পাওয়া অন্য চারজন হলেন- এ হাসপাতালের চিকিৎসক ডা. আহমেদ লুৎফুল মোবেন, স্বাস্থ অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, মতিঝিল বিভাগের ট্রাফিক পুলিশ সদস্য মো. দিদারুল ইসলাম এবং বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ।

এই পাঁচজনসহ মোট ২৫ জনকে প্রথম দিন টিকা দেওয়া হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App