×

সারাদেশ

সাবেক প্রেমিকাকে ব্ল্যাকমেইল, আটক ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২১, ০৬:৪১ পিএম

সাবেক প্রেমিকাকে ব্ল্যাকমেইল, আটক ১
রাজশাহীতে সাবেক প্রেমিকাকে ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের অভিযোগে হারুন-অর-রশিদ (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার (২৫ জানুয়ারি) দিনগত রাতে বোয়ালিয়া মডেল থানা পুলিশ তাকে আটক করে। পরে এবিষয়ে বিস্তারিত জানিয়ে মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আটক হারুন-আর-রশিদ রশিদ জেলার বাগমারা উপজেলার ঝিকরা গ্রামের সাধারণ প্রামাণিকের ছেলে। সংবাদ সন্মেলনে আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, বোয়ালিয়া থানায় কলেজ ছাত্রীর অভিযোগের ভিত্তিতে হারুন অর রশীদ নামে এক বিকাশ ব্যবসায়ী যুবককে আটক করা হয়। আভিযোগ সুত্রে বিকাশ ব্যবসায়ী হারুনের সাথে ওই ছাত্রীর ইতিপূর্বে প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্ক  থাকাকালীন ওই ছাত্রীর অজান্তেই প্রেমিক হারুন তাদের অন্তরঙ্গ কিছু ভিডিও গোপনে রেকর্ড  করে। গত ১১ জানুয়ারি বিকেলে ভুক্তভোগী জানতে পারে, তার সাবেক প্রেমিক হারুন মোবাইল ফোন ব্যবহার করে ভিন্ন নামে একটি ফেসবুক আইডি খুলেছ। ওই ফেসবুক আইডি থেকে তাদের কিছু অন্তরঙ্গ ভিডিওচিত্র বিভিন্ন মানুষের ব্যক্তিগত মেসেঞ্জারে প্রেরণ করছে অভিযুক্ত হারুন। বিষয়টি নিশ্চিত হওয়ার পরে তার সাবেক প্রেমিককে অনুরোধ করে, ওই সকল ছবি এবং ভিডিও এফবি থেকে ডিলিট করার জন্য। কিন্ত সাবেক প্রেমিক ৩ লাখ টাকা দাবি করে। তার দাবি অনুযায়ী ৩ লক্ষ টাকা প্রদান করে ভুক্তভোগী। কিন্ত এরপরও আসামি তার কার্যকলাপ চালিয়ে যায় এবং আরো টাকা দাবি করে। মামলার পর আরএমপি সাইবার ক্রাইম ইউনিটের তথ্য প্রযুক্তির সহায়েতায় আসামি হারুন-অর-রশীদকে তার গ্রাম থেকে আটক করে এবং তার কাছে থাকা ভিডিও উদ্ধার করে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর গোলাম রুহুল কুদ্দুস, বোয়ালিয়া জোনের এডিসি তৌহিদুল, বেয়ালিয়া মডেল থানার এসি ফারজানা নাসরিন।    

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App