×

আন্তর্জাতিক

বাইডেনের অফিসে শোভা পাচ্ছে চাঁদের পাথর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২১, ১১:৩৮ এএম

বাইডেনের অফিসে শোভা পাচ্ছে চাঁদের পাথর

বাইডেনের অফিসে চাঁদের পাথর

বাইডেনের অফিসে শোভা পাচ্ছে চাঁদের পাথর

‘লুনার স্যাম্পল ৭৬০১৫,১৪৩’

হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় ওভাল অফিস চন্দ্রশিলায় সজ্জিত হয়েছে। নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) কাছে সেই চন্দ্রশিলা ধার নিয়েছেন। তার ডেস্কের বাঁ পাশে এই এক টুকরো চাঁদের পাথর শোভা পাচ্ছে।

নাসার ওয়েবসাইটে বলা হয়েছে, প্রেসিডেন্টের অফিসকক্ষে চন্দ্রশিলা- এটি একটি প্রতীকী অর্থ বহন করে। শুধু এটি সজ্জার অংশ নয়। এটি নতুন প্রজন্মের আবেগ ও স্বপ্নকে প্রতিনিধিত্ব করে; যা আমেরিকার বর্তমান চন্দ্র ও মঙ্গলগ্রহের অনুসন্ধানের দিকটি এগিয়ে নেবে।

[caption id="attachment_262401" align="alignnone" width="1065"] ‘লুনার স্যাম্পল ৭৬০১৫,১৪৩’[/caption]

বাইডেনের অফিসের চন্দ্রশিলাটির নাম ‘লুনার স্যাম্পল ৭৬০১৫,১৪৩’। চন্দ্রশিলাটি ১৯৭২ সালের অ্যাপোলে ১৭ অভিযান থেকে সংগৃহীত হয়েছে। এটির ওজন ৩৩২ গ্রাম। কিন্তু মহাকাশ সংস্থাটি বলছে, শিলাটি প্রায় ৪০০ কোটি বছরেরও বেশি পুরনো।

নাসা পরিকল্পনা করছে আগামী ২০২৪ সালের মধ্যে চাঁদে নারী অবতরণ করবে। অন্যদিকে বাইডেন আশা করছেন, সংস্থাটির প্রশাসনিক ভূমিকায় নারী নেতৃত্বও আসবে। উল্লেখ্য, নাসার প্রতিষ্ঠা ১৯৫৮ সালের পর থেকে সংস্থাটিতে পুরুষদের দখলে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App