×

সারাদেশ

উলিপুরে বিএনপি প্রার্থীর মিথ্যাচারের প্রতিবাদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২১, ০৫:৩২ পিএম

উলিপুরে বিএনপি প্রার্থীর মিথ্যাচারের প্রতিবাদ
উলিপুর পৌরসভা নির্বাচনকে ঘিরে প্রতিদ্বন্দী দুই প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে । বিএনপি প্রার্থীর মিথ্যাচারের প্রতিবাদে মঙ্গলবার (২৬ জনুয়ারি) আ.লীগের মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৪ টায় উলিপুর উপজেলা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আলহাজ মামুন সরকার মিঠু তার নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। আ.লীগ প্রার্থী আলহাজ মামুন সরকার মিঠু তার লিখিত অভিযোগে বলেন, বিএনপি'র মিথ্যাচার করাই স্বভাব। আসছে ৩০ জানুয়ারির নির্বাচনে চরম ভরাডুবির আশঙ্কায় তারা মিথ্যাচারের পথ বেছে নিয়েছে। বিগত সময় বিএনপির মেয়ররা এলাকার উন্নয়ন না করে নিজেদের উন্নয়ন করেন। যে কারনে এলাকার জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি প্রার্থী হায়দার আলী মিয়া সংবাদ সম্মেলন করে মিথ্যাচারের আশ্রয় নিয়েছে। শুধু তাই নয় তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানা কূটকৌশল চালাচ্ছে। মামুন সরকার অভিযোগ করে বলেন, বিএনপি প্রার্থী নির্বাচন কমিশনে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করেছে। উলিপুর পৌরসভায় শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বিএনপি প্রার্থী হায়দার আলী মিয়া নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় নানাভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পায়তারায় লিপ্ত রয়েছে। এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি এবং সাংবাদিকদের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন মেয়র প্রার্থী মামুন সরকার। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকার, সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার ও পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল মালেকসহ পৌর আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App