×

জাতীয়

আমাদের দেশের মেয়েদের যোগ্যতার কমতি নেই: পুতুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২১, ১০:৪১ এএম

আমাদের দেশের মেয়েদের যোগ্যতার কমতি নেই: পুতুল

সায়মা ওয়াজেদ পুতুল। ফাইল ছবি।

ক্লাইমেট ভালনারেবল ফোরামের রাষ্ট্রদূত সায়মা ওয়াজেদ পুতুল বলেছেন, আমাদের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতে হবে, আমাদের শিশুদের উদ্বুদ্ধ করতে হবে। তাদেরকে জীবন থেকে শিক্ষা নেওয়ার সুযোগ তৈরি করে দিতে হবে। আমাদের দেশের মেয়েদের মধ্যে যোগ্যতার কোনো কমতি নেই।

তিনি আরো বলেন, আমাদের শুধু নারীদের এগিয়ে যাওয়ার সুযোগ করে দিতে হবে যেন তারা ভয়কে জয় করে, সামাজিক বাধা অতিক্রম করে এমন কিছু করতে পারে যা এই দেশকে এগিয়ে নিয়ে যাবে।

রবিবার ইউ এন উইমেন ও ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড ডেভেলপমেন্ট-এর যৌথ উদ্যোগে আয়োজিত হয় ‘আনটোল্ড টেলস অফ উইমেন চ্যাম্পিয়নস’ শীর্ষক একটি ভার্চুয়াল আলোচনায় সভাপতির বক্তৃতায় সায়মা ওয়াজেদ এসব কথা বলেন।

এ অধিবেশনে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন সংকটের বিরুদ্ধে যারা কাজ করছেন সেই নারী নেত্রীদের একত্রিত করা হয়েছিল। যেখানে নারীরা তাদের অভিজ্ঞতার অনুপ্রেরণামূলক ঘটনাগুলো তুলে ধরেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App