×

খেলা

তিন বছর পর একাদশে ফিরলেন তাসকিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২১, ১২:৫৩ পিএম

তিন বছর পর একাদশে ফিরলেন তাসকিন

তাসকিন ও সাইফউদ্দিন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জোড়া পরিবর্তনে এনেছে বাংলাদেশ। এর মধ্যে দীর্ঘ তিন বছর পর একাদশে জায়গা পেলেন পেসার তাসকিন আহমেদ। ২০১৭ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে ম্যাচে অংশ নিয়েছিলেন তাসকিন।

তাসকিন ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাদশে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। চোটের ধকল পুরোপুরি সেরে না ওঠায় প্রথম দুই ম্যাচ খেলেননি তিনি। আগের দুই ম্যাচ খেলা তরুণ মুখ হাসান মাহমুদ ও রুবেল হোসেনকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে।

অন্যদিকে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে দুটি পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। উইকেটরক্ষক ব্যাটসম্যান জশুয়া ডা সিলভার বদলে নেয়া হয়েছে জাহমার হ্যামিলটন এবং আন্দ্রে ম্যাকার্থির বদলে এসেছেন অলরাউন্ডার কিয়ন হার্ডিং। তাদের দুজনেরই আজ অভিষেক ম্যাচ। সবমিলিয়ে চলতি সিরিজে মোট ৯ জনের অভিষেক করাল ওয়েস্ট ইন্ডিজ।

এদিকে উইন্ডিজকে আজ হোয়াইটওয়াশ করার লক্ষ্যে টস হেরে ব্যাটিং করছে টাইগাররা। ক্রিজে দাঁড়াতেই পারেননি লিটন দাস। শূন্য রানেই ফিরে যেতে হয়েছে তাকে। এর কিছুক্ষণ পর ২০ রান করে লিটনের দেখানো পথ ধরেন নাজমুল হোসাইন শান্ত।

শেষ খবর পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৭২ রান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App