উইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে ভালোই লড়াই করছে টাইগাররা। তবে ঘরের মাঠে এক অনন্য নজির গড়েছে চট্টগ্রামের ছেলে তামিম ইকবাল। আজ ইন্ডিজের বিপক্ষে তিন রান করার মধ্য দিয়ে পাঁচশত রানের মাইলফলক পৌঁছেছেন তিনি।
এর আগে ১৪ ম্যাচ থেকে চার শত সাতানব্বই রান নিয়ে আজ মাঠ নামেন তামিম। আর তিন রান তুলেই এই মাঠে প্রথম ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন ৫০০ রানের মাইলফলক।
এর আগে সাগরিকার মাঠে ৯ ম্যাচ থেকে ৪২৬ রান সংগ্রহ করেছেন ইমরুল কায়েস। আর বিদেশি ব্যাটসম্যানদের মধ্যে জিম্বাবুয়ের ব্রেণ্ডন টেইলর সাত ম্যাচে ৩৩০রান করেন।
এদিকে এই রিপোর্ট লেখা পযর্ন্ত বাংলাদেশের সংগ্রহ- ১৭ ওভার ২ উইকেটে ৭৯ রান। উইকেটে আছেন তামিম ৩৫ ও সাকিব ১৭ রান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।