×

সারাদেশ

প্রবাসী দম্পতির দেয়া শীতবস্ত্র পেলেন প্রতিবন্ধীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২১, ০৭:১৯ পিএম

প্রবাসী দম্পতির দেয়া শীতবস্ত্র পেলেন প্রতিবন্ধীরা

প্রতিবন্ধী শিশুর হাতে তুলে দেয়া হয় শীত বস্ত্র।

কুড়িগ্রামে প্রতিবন্ধী শিশুদের শীত বস্ত্র দেয়া হয়েছে। রোববার (২৪ জনুয়ারি) দুপুরে জেলার সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্যকুমরপুর বাক-শ্রবণ ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশুদের মাঝে শীতের পোশাক প্রদান করা হয়।

লন্ডন প্রবাসী সাজমুন নাহার ও লুৎফুর রহমান দম্পতি কাজ করে যাচ্ছেন অটিজম সচেতনতা বিষয়ে। ‘সানিয়া রহমান তাঁদের অটিস্টিক সন্তান। এই সন্তানের পিতা-মাতা হিসাবে তাঁরা যথেষ্ট সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তুলে ধরেছেন তাদের অটিস্টিক সন্তানের দৈনন্দিন জীবনযাপন। এতে উপকৃত হয়েছেন অনেক পিতা-মাতা যাদের বাসায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে এবং স্বাভাবিক জীবন যাপন করতে কিছুটা সক্ষম হয়ে উঠছে।

কম্বল প্রদানের সময় উপস্থিত ছিলেন, ভোগডাঙ্গা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, প্রধান শিক্ষক ফরিদুল ইসলামসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App