×

খেলা

দাবা লিগে এলিগেন্টের জয়যাত্রা অব্যাহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২১, ১০:২৬ পিএম

দাবা লিগে এলিগেন্টের জয়যাত্রা অব্যাহত

মার্সেল দ্বিতীয় বিভাগ দাবা লিগের পঞ্চম রাউন্ডের খেলা গভীর মনোযোগী দাবাড়ুরা

মার্সেল দ্বিতীয় বিভাগ দাবা লিগের পঞ্চম রাউন্ডের খেলা রবিবার জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ার অডিটোরিয়াম লাউঞ্জে অনুষ্ঠিত হয়। পঞ্চম রাউন্ডের খেলা শুরুর আগে ওয়ালটন গ্রুপের পরিচালক তরুণ উদ্যোক্তা ও ক্রীড়ানুরাগী মরহুম মাহবুব আলম মৃদুলের রুহের মাগফেরাত কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। পঞ্চম রাউন্ডের খেলায় লিজেন্ড ফারাজ আয়াজ হোসেন চেস টিম ২.৫-০.৫ গেম পয়েন্টে ইয়াংস্টার চেস ক্লাবকে, শনিরআখড়া চেস ক্লাব ৪-০ গেম পয়েন্টে গোয়ালন্দ দাবা ক্লাবকে, বাংলাদেশ চেস এরিনা (নীল) ৩.৫-০.৫ গেম পয়েন্টে তিতাস ক্লাবকে, এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি (নাইট) ৩-০ গেম পয়েন্টে জুম অটোকে, ফ্লেইম বয়েজ ক্লাব ৪-০ গেম পয়েন্টে ঢাকা চেস একাডেমিকে ও ব্যাকওয়ার্ড পনস্ ৩-১ গেম পয়েন্টে বাংলাদেশ শিশু একাডেমিকে পরাজিত করে। শাহিনূর খান স্মৃতি সংসদ ১-০ গেম পয়েন্টে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির (এলিট) বিরুদ্ধে, বিডি চেস ইন স্কুল ১-০ গেম পয়েন্টে স্পোর্টস বাংলার বিরুদ্ধে, রংপুর দাবা খেলোয়াড় কল্যাণ সমিতি ১-০ গেম পয়েন্টে গ্রাস রুট স্পোর্টস একাডেমির বিরুদ্ধে, লতিফ ট্রাভেল চেস ক্লাব সিলেট ২-০ গেম পয়েন্টে ক্রিসেন্ট ক্লাবের বিরুদ্ধে, আর্থার ইউসুপভ ট্রেনিং গ্রুপ ১-০ গেম পয়েন্টে টাঙ্গাইল চেস ক্লাবের বিরুদ্ধে, বাংলাদেশ পুলিশ ক্রাউন টিম ২-১ গেম পয়েন্টে নাখালপাড়া যুব কল্যাণ সংঘের বিরুদ্ধে, বাংলাদেশ পুলিশ প্রাইম টিম ২-০ গেম পয়েন্টে জেইউ চেস ক্লাবের বিরুদ্ধে, সোহেল স্মৃতি সংসদ ২-০ গেম পয়েন্টে মাসুদ স্পোর্টস চেস ক্লাবের বিরুদ্ধে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্পোর্টস ক্লাব ১-০ গেম পয়েন্টে দাবার ত্রয়ী অগ্রজ স্মরণ সংঘের (সবুজ) বিরুদ্ধে এগিয়ে রয়েছে। সোমবার বিকাল ৩টা থেকে চতুর্থ রাউন্ডের খেলা শুরু হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App