স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম জানিয়েছেন, করোনা টিকা প্রাপ্তির জন্য অনলাইনে আবেদন করার জন্য যে অ্যাপটি তৈরি করেছে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়, আগামীকাল সোমবার (২৫ জানুয়ারি) সেই অ্যাপ হস্তান্তর করা হবে। রবিবার (২৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
তিনি বলেন, ঢাকার হাসপাতালগুলোর কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে। তারা এটা স্থানীয়ভাবে করবে। আর আমরা যদি আগামীকাল (সোমবার) দিনে অ্যাপসটা পেয়ে যাই, তাহলে তাদের নামগুলো যুক্ত করে দেব। আর কোনো কারণে যদি ওইটি পেতে দেরি হয় তাহলে আমরা এটা আপাতত ম্যানুয়ালি শুরুটা করব। আশা করছি, কালকে (সোমবার) অ্যাপসটা পেয়ে যাব। এই লিস্টটা আমরা সংযুক্ত করে অ্যাপসের মাধ্যমে করতে পারব।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।