×

জাতীয়

ভ্যাকসিনের ট্রায়াল শুরু ২৭ জানুয়ারি, প্রথমেই পাচ্ছেন নার্স

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২১, ১২:৪২ পিএম

ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে উপহার দেওয়া ভ্যাকসিনের ট্রায়াল শুরু হচ্ছে ২৭ জানুয়ারি। কুর্মিটোলা হাসপাতালের একজন নার্সকে সর্ব প্রথম ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে ট্রায়াল শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি ভ্যাকসিন ট্রায়াল কার্যক্রম উদ্বোধন করবেন।

শনিবার দুপুরে (২৩ জানুয়ারি) শ্যামলিতে কিডনি হাসপাতাল পরিদর্শনে এসে একথা জানান স্বাস্থ্য সচিব আবদুল মান্নান।

ওইদিনই আরও ২০ থেকে ২৫ জনকে টিকা দেয়া হবে বলে জানান স্বাস্থ্য সচিব। এদের মধ্যে সম্মুখযোদ্ধা, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক প্রতিনিধি থাকবে। এছাড়া পরের দিন ৪শ থেকে ৫শ জন মানুষের ওপর রাজধানীর ৫ টি হাসপাতালে টিকা প্রয়োগ করা হবে বলে জানান স্বাস্থ্য সচিব। হাসপাতালগুলো হলো, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আর এর সাথে নতুন যুক্ত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

গত বৃহস্পতিবার ভারতীয় সরকারের পক্ষ থেকে পাঠানো ২০ লাখ ভ্যাকসিন বাংলাদেশে পৌঁছে। ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাই স্বামীর কাছ থেকে ভ্যাকসিন গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App