×

সারাদেশ

পলাশের অস্বচ্ছল পঞ্চাশ নারীর পাশে প্রবাসী আলোমগীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২১, ০৯:৩৬ পিএম

পলাশের অস্বচ্ছল পঞ্চাশ নারীর পাশে প্রবাসী আলোমগীর
প্রবাসে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি মানবিক কাজের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নরসিংদীর পলাশ উপজেলার তারগাঁও গ্রামের সুরুজ চৌধুরীর ছেলে সিঙ্গাপুর প্রবাসী আলোমগীর হোসেন (জাহাদ) চৌধুরী। এলাকার দুস্থ অসহায় মানুষকে সহযোগিতার মতো মানবিক কাজগুলো ও নৈতিক দায়িত্ব বলে মনে করেন। পলাশ উপজেলার হতদরিদ্র ও অস্বচ্ছল পরিবারের নারীরা দীর্ঘ দিন ধরে সেলাই প্রশিক্ষণ নিয়ে টাকার অভাবে সেলাই মেশিন কিনতে পারছিলেন না। ফলে অনেকটা কষ্টে মানবেতর জীবনযাপন করছিল তারা। বিদেশের মাটিতে থেকে প্রবাসী আলোমগীর হোসেন জাহাদের এ বিষয়টি নজরে আসলে তিনি তার ফেসবুক টাইমলাইনে গত ৫ জানুয়ারি একটি পোষ্ট দেন। পোষ্টে তিনি প্রতিশ্রুতি দেন, পলাশ থানার আওতাধীন পঞ্চাশটি অসহায় পরিবারকে সাবলম্বী করতে নিজস্ব অর্থায়নে সেলাই মেশিন কিনে দিবেন। পরর্বতীতে তিনি দেশে ফিরে আজ ২৩ জানুয়ারি শনিবার সকালে গ্রামের বাড়ি পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের তারগাঁও মধ্যপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে নিজস্ব অর্থায়নে পঞ্চাশটি অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন ও পাঁচটি পরিবারের মাঝে নলকূপ বিতরণ করেন। এ সময় সেলাই মেশিন ও নলকূপ হাতে পেয়ে অসহায় মা ও বোনেরা প্রবাসীদের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া ও প্রার্থনা করেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী আলোমগীর হোসেন এর আগে নিজস্ব অর্থায়নে এলাকার অসহায় হতদ্ররিদ্রদের সাভলম্বী করতে নগদ অর্থ ও ১৮ টি মিশুক অটোরিকশা কিনে দিয়েছেন। এ ছাড়া করোনাকালীন সময়ে ৬৫০টি অসহায় পরিবারের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন । আলোমগীরের এমন মানবিক কর্মকানণ্ডে সাধারণ মানুষের মাঝে সাড়া ফেলেছে। তিনি কোন রাজনৈতিক সংগঠন বা পদপদবিতে না থেকে ও মানবতার টানে এসব পরিবারের পাশে থেকে অব্যাহত রেখেছেন সামাজিক ও মানবিক কাজ। অসহায়দের নীরবে নিভৃতে সাহায্য করে যাচ্ছেন প্রতিনিয়ত। ওনার এসব মানবিকতা সত্যিই অসহায়দের মাঝে প্রেরণা জুগিয়েছে। এ ব্যাপারে প্রবাসী আলোমগীর হোসেন জাহাদ জানান, সামাজিক দায়বদ্ধতার কথা বিবেচনায় রেখে আমি এসব অসহায় ও দরিদ্র মানুষদের পাশে থেকে নিয়মিতই সাহায্য সহযোগিতা করে আসছি। মানবতার সেবার মনোভাব থেকেই পরিবার গুলোর প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। তাদের পাশে থাকতে পারায় মহান আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App