×

সারাদেশ

আইস ফ্যাক্টরির সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২১, ০৫:৪৬ পিএম

আইস ফ্যাক্টরির সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি
বরগুনার পাথরঘাটায় মোল্লা আইস ফ্যাক্টরিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুদিন পর্যন্ত ক্ষতিকারক মিথেন গ্যাসের দুর্গন্ধে জনজীবন বিপর্যস্ত রয়েছে। আশেপাশের পুকুর আর ডোবার মাছ মরে ভেসে ওঠার খবর পাওয়া গেছে। গরু-ছাগল বিড়াল সর্বপ্রকারের পশুপাখি গ্যাসে আক্রান্ত হতে দেখা গেছে। আইস ফ্যাক্টরিটির আশেপাশে মানুষ আজও যেতে পারছে না বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে। ওই ঘটনায় শাহজাহান হোসেন ওরফে সম্রাট (৫০) নামে একজন নিহত হয়েছেন। গ্যাসের বিষক্রিয়ায় (এ্যমোনিয়ায়)আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক মানুষ। শুক্রবার ভোরে ৭ জনকে বরিশাল শেবাচিমে স্থানান্তর করা হয়েছে। শনিবার সর্বশেষ খবরে জানা গেছে অসুস্থদের চিকিৎসায় এখনো চলছে। ছড়িয়ে পড়া বিস্ফোরিত গ্যাসের এ্যমোনিয়ার দুর্গন্ধে আশেপাশের মানুষ এখনো ওই মিলের কাছে আসতে পারছেন না। ঘটনা তদন্তে বরগুনা জেলা প্রশাসশনের পক্ষথেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পৌর শহরের ৯নং ওয়ার্ডের মোল্লা বরফ মিলে ওই দুর্ঘটনায় নিহত সম্রাটের বাড়ি পিরোজপুর জেলার বাদুরা গ্রামে। মৃত সম্রাট বাদুরা এলাকার মৃত জলিল মিয়ার ছেলে। পৌর শহরের মোল্লা আইস ফ্যাক্টরিতে বরফ তৈরিকালে বিকট শব্দে গ্যাসের একটি সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান মিলের ভেতরে থাকা বরফকল মিস্ত্রি মো. শাহজাহান ওরফে সম্রাট। এ ঘটনায় আশপাশে থাকা শিশুসহ আহত হয়েছেন প্রায় শতাধিক মানুষ। শুক্রবার ভোরে পাথরঘাটা হাসপাতালে ভর্তি হওয়া অসুস্থদের মধ্য থেকে ৮ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়। মারাত্মক অসুস্থ ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে স্থানান্তর করা হয়েছে। বাকিদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনো চিকিৎসা দেয়া হচ্ছে । এদিকে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে গ্যাসের এমোনিয়া ছড়িয়ে পরায় মানুষ ও পশু পাখি অসুস্থতার পাশাপাশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে স্থানীয় বাসিন্দারা। দূর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রিমন, উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা সুলতানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাহাবুদ্দিন। পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা সুলতানা বলেন, বৃহস্পতিবার রাতে দুর্ঘটনায় মৃত শাজাহান হোসেন সম্রাটের মৃতদেহ শুক্রবার তার স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে লাশ দাফনে ও বহনের জন্য ২৫ হাজার টাকা দেয়া হয়েছে। এছাড়াও ওইরাতে আমরা অসুস্থদের জন্য ১'শ কম্বল দিয়েছি।বেসরকারি ক্লিনিকগুলো তাদের অক্সিজেন এবং নার্স দিয়ে সহযোগিতা করায় বড় ধরনের অঘটন থেকে আক্রান্তদের রক্ষা করা সম্ভব হয়েছে । এদিকে এ ঘটনায় বরগুনা জেলা প্রশাসকের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে বলেও দাবি করেন পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা সুলতানা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App