রাজধানীর বনানী সৈনিক ক্লাব এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে ছিল নীল চেক লুঙ্গী ও জিন্সের শার্ট।
শনিবার (২৩ জানুয়ারি) রাত তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো: মতিন বিশ্বাস জানান, খবর পেয়ে রাত তিনটার দিকে বনানী সৈনিক ক্লাব নিউ এয়ারপোর্ট রোডের ঢাকা আউটগোয়িংয়ে ফুটওভার ব্রিজের নিচ থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়। আশপাশের লোকজনের মাধ্যমে জানতে পেরেছি কোনো যানবাহন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
তিনি আরো জানান, নিহত যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আর ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।