ভারতের কর্নাটকের শিবমোগায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাত ১০টা ২০ মিনিট নাগাদ শিবমোগা জেলায় হুনাসোদু গ্রামে এই বিস্ফোরণ ঘটেছে। তবে বোমা বিস্ফোরণ, নাকি অন্য কিছু তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
এই ঘটনায় শুক্রবার (২২ জানুয়ারি) সকালে টুইটে শোকপ্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, শিবমোগার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই ঘটনায় আহত এবং নিহতদের পরিবারকে সব রকম সহযোগিতা করবে রাজ্য সরকার।
সূত্র জানিয়েছে, বৃহস্পতিবারের বিস্ফোরণের তীব্রতা এতোটাই ছিল যে ১৫-২০ কিলোমিটার এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে। এছাড়া বিস্ফোরণস্থলের কাছাকাছি এলাকায় রাস্তায় বড় ফাটল দেখা গিয়েছে। বহু বাড়ির জানলার কাচ ভেঙে পড়েছে। আতঙ্কে লোকজন রাস্তায় বেরিয়ে আসেন। এমনকি পার্শ্ববর্তী চিকমাগালুর জেলার একাংশে এই কম্পন অনুভূত হয়েছে বলে দাবি।
প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, আবালাগিরি গ্রামের হুনাসোদু কোনও পাথর খনিতে বিস্ফোরণ হয়ে থাকতে পারে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।